শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ১২:২৯ দুপুর
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ১২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের জিডিপির এক-চতুর্থাংশই ৮৩১ জনের দখলে, শীর্ষ ধনী মুকেশ আম্বানি

লিহান লিমা: ২০১৮ সালে ভারতে ১ হাজার কোটি বা তার বেশি সম্পদের মালিকদের সম্মিলিত অর্থের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ১ হাজার ৯০০ কোটি মার্কিন ডলার, যা দেশটির জিডিপির এক-চতুর্থাংশ।

‘বার্কলেজ হরুন রিচ লিস্ট-২০১৮’ এর গবেষণা অনুসারে, ভারতে গত ১ বছরে ধনাঢ্য ব্যক্তির সংখ্যা ৩৪ভাগ বৃদ্ধি পেয়েছে। দেশটিতে কোটি বা তার বেশি অর্থ-সম্পদের অধিকারী ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩১। ২০১৭ সালের তুলনায় এই সংখ্যা ২১৪টি বৃদ্ধি পেয়েছে। ২০১৬ সালে ১ হাজার কোটি বা তার বেশি অর্থের মালিক ছিলেন ৩৩৯ জন।

এদিকে ভারতে টানা সাতবার শীর্ষ ধনীর তালিকা ধরে রেখেছেন রিলায়েন্স গ্রুপের প্রধান মুকেশ আম্বানি। তার নিট সম্পদের পরিমাণ ৩ লাখ ৭১ হাজার কোটি রুপি। ভারতের সেরা ১০ ধনীর তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে এসপি হিন্দুজা ও তাঁর পরিবার। তাদের সম্পদের পরিমাণ ১ লাখ ৫৯ হাজার কোটি রুপি। তৃতীয় স্থানে থাকা এল এন মিত্তল ও তাঁর পরিবারের সম্পদের পরিমাণ ১ লাখ ১৪ হাজার ৫০০ কোটি রুপি।

২০১৮ সালের জানুয়ারিতে বৈশ্বিক অর্থনৈতিক সম্মেলনে অক্সফামের প্রকাশিত প্রতিবেদনে বিশ্বব্যাপী বেড়ে যাওয়া বৈষম্য নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এতে বলা হয়, বিশ্বের মাত্র ১ ভাগ ব্যক্তি ৭৩ ভাগ সম্পদের মালিক। জি নিউজ, ইয়ন

  • সর্বশেষ
  • জনপ্রিয়