শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ১১:৪৭ দুপুর
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ১১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাড়াশে নির্মাণ কাজ শেষ হতেই ভেঙ্গে গেল ব্রীজ

জাকির আকন, চলনবিল: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়েনে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এল,জি,ই,ডির) এর ১টি ব্রীজের কাজ শেষ হতেই ভেঙ্গে গেছে। চলতি অর্থ বছরে এই ঠিকাদারের নির্মিত আরো ৫টি ব্রীজের নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ উঠেছে।

সরজমিনে ও সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের এ,ডি,বির অর্থায়নে উপজেলার তালম ইউনিয়নের গোন্তা ও উপর সিলট সংযোগ সড়কের রাস্তার ব্রীজ (বক্স কালভার্ট ) নির্মাণ কাজ শেষ হওয়ার পরেই গত সপ্তাহে একটি অটো রিকশা পার হতেই ভেঙ্গে গেছে ।

এলাকাবাসী জানায় , তালম ইউনিয়নের উপর সিলেট রাস্তায় যে বক্স কালভার্টটি ১ সপ্তাহ আগে নির্মান করা হয়েছে তা অটোরিক্সা পার হতেই ছাদ ভেঙ্গে পওে যায়। সরজমিনে গিয়ে দেখা গেছে ভেঙ্গে যাওয়া ব্রীজের মধ্যে নেই কোন রড । এছাড়াও খোয়া ও বালু নিম্নমানের হওয়ায় এই ছাদটি ভেঙ্গেছে বলে এলাকাবাসীর ধারনা। ।

কাজটির নির্মাণকারী প্রতিষ্ঠান মের্সাস আব্দুর রাজ্জাক এই ব্রীজ ছাড়া মাধাইনগর ইউনিয়নের কাস্তা হতে গুরমা রাস্তায় ২টি, বারুহাস ইউনিয়নের কুসুম্বী রাস্তায় ১টি, বলভা রাস্তায় ১টি ও তালম ইউনিয়নের উপরসিলেট রাস্তায় ১টিসহ ৫টি বক্স কালভার্টের কাজ শুরু করে ইতি মধ্যেই সম্পর্ন করেছেন। ফলে এসব কাজের মান নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে ।

উপজেলা উপ-সহকারী প্রকৌশলী রাশেদুল ইসলাম খান জানান, ৫টি বক্স কালভার্টের মধ্যে ৩টির ছাদ ঢালাইয়ে আমি উপস্থিত ছিলাম। বাকী ২টি ঢালাইয়ে ঠিকাদার প্রতিষ্ঠান আমাকে জানায় নি। ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক মোঃ আব্দুর রাজ্জাক সাংবাদিকদের নিকট নিন্মমানের কাজের অভিযোগ অবশ্য অস্বীকার করেন ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়