শিরোনাম
◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ০১:০৩ রাত
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ০১:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পগবা ও মরিনহোকে ছেড়ে দিতে পারে ম্যানইউ

স্পোর্টস ডেস্ক : কোচ হোসে মরিনহো ও পল পগবার দ্বন্দ্ব আবার চরমে। মরিনহো এতোটাই চটেছেন যে, পগবাকে আর কখনোই ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়কত্ব দেওয়া হবে না বলে পাকা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।
নিজের নেওয়া এই সিদ্ধান্তটা অনুশীলনে সবার সামনে ঘোষণাও করেছেন মরিনহো। স্বাভাবিকভাবেই কোচের এই আচরণে আরও ক্ষুব্ধ পগবা। ক্ষোভে-দুঃখে তিনি তাই আবার ইউনাইটেড ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। ইংল্যান্ডের পত্রিকা ‘দ্য সান’-এর দাবি, পগবা ইনাইটেড ছাড়তে প্রস্তুত। এরই মধ্যে আরেক খবর, ক্লাব ইউনাইটেড আসলে ছেড়ে দিতে চাচ্ছে পগবা-মরিনহো দুজনকেই।

অবশ্য ক্লাব ইউনাইটেডের পক্ষ থেকে নয়, এই ধারণার কথাটা জানিয়েছেন লিভারপুলের সাবেক খেলোয়াড় জেমি রেডন্যাপ। স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট কণ্ঠেই বলেছেন, আগামী গ্রীষ্মে পগবা-মরিনহো দুজনেই চলে যেতে পারেন।

গপবার সঙ্গে কোচ মরিনহোর তিক্ততাটা তৈরি হয়েছে গত মৌসুমেই। সেই তিক্ততার সুবাদেই গত জানুয়ারিতে ইউনাইটেড ছাড়ার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন পগবা। মরিনহোও চাইছিলেন ফরাসি মিডফিল্ডারকে ছেড়ে দিতে। কিন্তু ক্লাব ইউনাইটেড কিছুতেই অমিয় প্রতিভার অধিকারী পগবাকে বিক্রি করতে রাজি ছিল না। তারপরও হয়তো পগবা চলেই যেতেন।

কিন্তু পরিস্থিতিটা একটু হলেও পাল্টে দেয় বিশ্বকাপ। ক্লাবের হতাশাকে পেছনে ফেলে রাশিয়া বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স করেছেন পগবা। দেশ ফ্রান্সকে বিশ্ব চ্যাম্পিয়ন করতে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তাই ক্লাব কর্তাদের চাওয়া মেনে মরিনহোও পগবাকে ধরে রাখার পথেই হাঁটেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়