শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ১০:৫৯ দুপুর
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ১০:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শতাধিক হলে ‘নাকাব’ মুক্তি পাচ্ছে আগামী শুক্রবার

মহিব আল হাসান: পাষাণ সিনেমার বিনিময়ে বাংলাদেশে ‘নাকাব’ সিনেমাটি মুক্তি পাচ্ছে আগমী ২৮ সেপ্টেম্বর শুক্রবার । এর আগে ছবিটি কলকাতা-বাংলাদেশে একযোগে মুক্তির কথা ছিল গত ২১ সেপ্টেম্বর। কিন্তু ছবিটি তথ্য মন্ত্রণালয়ের অনুমতি না পাওয়ায় জটিলতায় পড়লে মুক্তির তারিখ পরিবর্তন করে জাজ মাল্টিমিডিয়া।

তথ্য মন্ত্রণালয়ের অনুমতি পেয়ে ছবিটি সেন্সরবোর্ডে জমা পড়ে গতকাল মঙ্গলবার । ছবিটি বৃহস্পতিবার সেন্সর বোর্ডে দেখে সেন্সর সনদ প্রদান করবে বলে জানান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ।

হল মালিকদের আগ্রহ কেমন ছবিটি নিয়ে এমন প্রশ্নের জবাবে আব্দুল আজিজ বলেন, ‘নাকাব’ ছবিটি বাংলাদেশে রিলিজ দেওয়ার বিষয়টি জানার পর থেকে হল মালিকদের আগ্রহ চরমে ছিল। কিন্তু কিছু আইনি জটিলতার কারণে আমরা ছবিটি তাদেরকে সময় মতো দিতে পারিনি। তবে সবকিছু ছাপিয়ে আগামীকাল সেন্সর সনদ হাতে পাচ্ছি। আমরা সারাদেশের শতাধিক প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দিচ্ছি।

তিনি আরও বলেন,‘ ইতোমধ্যে ছবিটির জন্য একশ এর বেশি হল মালিকরা বুকিং দিয়েছেন। আমরা ছবিটি নিয়ে আশাবাদী। তবে আমাদের চেয়ে হল মালিকরা বেশি আশাবাদী। কারণ এই ছবি চালিয়ে তারা ভালো সারা পাবেন।’

এদিকে ছবিটি কলকাতায়ও শতাধিক হলে মুক্তি পেয়েছে। সেখানেও ছবিটি ব্যাপক সাড়া ফেলছে বলে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের রিপোর্টে বলা হয়েছে। তাদের রিপোর্টে তুলে ধরা হয়েছে ছবিটি দর্শকদের চাহিদা মেটানোর পাশাপাশি শাকিবের অভিনয় দেথে তারা মুগ্ধ হয়েছেন।

‘নাকাব’ সিনেমাটি খুনের ঘটনা নিয়ে তৈরি হয়েছে । ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে তৈরি এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে থাকছেন শাকিব খান। যাতে দেখানো হয়েছে এক খুনের মামলায় জড়িয়ে পড়েন তিনি। নিজেকে নির্দোষ প্রমাণ করতে ক্রমেই লড়াই চালিয়ে যান শাকিব। আর তার এই লড়াইয়ের বিভিন্ন ধাপে আসেন সায়ন্তিকা ও নুসরাত। রাজীব বিশ্বাস পরিচালিত ‘নাকাব’ ছবিতে শাকিব খান অভিনয় করেছেন দ্বৈত চরিত্রে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়