শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ১০:৪৩ দুপুর
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ১০:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডু প্লেসিস ও আমলাকে ছাড়াই জিম্বাবুয়ে সিরিজ প্রোটিয়াদের

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলের দুই অভিজ্ঞ তারকা ক্রিকেটার ফাফ ডু প্লেসিস ও হাশিম আমলাকে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা।

কাঁধের ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন অধিনায়ক ফাফ ডু প্লেসিস। অন্যদিকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে পাওয়া আঙুলের চোট এখনো ভোগাচ্ছে হাশিম আমলাকে। তাই জিম্বাবুয়ের বিপক্ষে সীমিত ওভারে থাকছেন না প্রোটিয়া শিবিরের এই অভিজ্ঞ ওপেনারও।

সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডের প্রথমটিতে কিম্বার্লিতে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। আগামী রোববার শুর হবে দুই দলের মধ্যকার এ ম্যাচটি। আমলার পরিবর্তে ওপেনিংয়ের জন্য ডাকা হয়েছে ডিন এলগারকে। আর অধিনায়ক ডুপ্লেসিসের পরিবর্তে দক্ষিণ আফ্রিকা দলকে নেতৃত্ব দেবেন জেপি ডুমিনি।

আমলা আর ডু প্লেসির দলে না থাকা প্রসঙ্গে দক্ষিন আফ্রিকা দলের ম্যানেজার ড. মোহাম্মদ মোসাজি বলেন, ‘সম্প্রতি বাঁহাতের আঙুলে চোট পেয়েছেন আমলা। চোট সেরে উঠতে তিন সপ্তাহ সময় লাগতে পারে। তাই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে পাওয়া যাচ্ছে না তাকে। সিএসএ মেডিক্যাল কমিটি ফাফ ডু প্লেসিকেও ওয়ানডে সিরিজ থেকে বাইরে রেখেছেন। তার কাঁধের চোটের অবস্থা সন্তোষজনক অবস্থানে নেই। আমরা আশা করছি জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচে টি-টোয়েন্টি সিরিজে থাকতে পারবেন তিনি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়