শিরোনাম
◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ১০:১৯ দুপুর
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ১০:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এভাবে আর কতদিন আর্জেন্টিনার বাইরে থাকবেন মেসি?

স্পোর্টস ডেস্ক: রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছিল আর্জেন্টিনা। এরপর থেকেই আর্জেন্টিনার জার্সিতে খেলার আগ্রহ হারিয়ে ফেলেছেন লিওনেল মেসি।
বিশ্ব ফুটবলের অন্যতম সেরা দুই দল ব্রাজিল আর আর্জেন্টিনা। তাদের লড়াই মানেই বাড়তি উত্তেজনা। অথচ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ম্যাচেও আর্জেন্টিনার হয়ে মাঠে দেখা যাবে না লিওনেল মেসিকে। দলের অন্তর্বর্তীকালীন কোচ লিওনেল স্কালোনিই নিশ্চিত করেছেন বিষয়টি।
স্কালোনি বলেন, ‘আগামী মাসে ব্রাজিল ও ইরানের বিপক্ষে পাওয়া যাবে না মেসিকে। আমরা তার সঙ্গে যোগাযোগ করেছি। বিশেষ করে ব্রাজিলের বিপক্ষে ম্যাচে তাকে খুব প্রয়োজন ছিল। কিন্তু মেসিকে ব্যস্ত থাকতে হবে বার্সার ব্যস্ত সূচি নিয়ে।’

মেসি আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে আর খেলবেন কি না, এমন প্রশ্নের জবাবে স্কালোনি বলেন, ‘এমন ভাবাটা ঠিক হবে না। দেশের হয়ে সবাই খেলতে চায়। কিন্তু ব্যস্ততা থাকলে কী আর করার আছে। ফুটবলাররা অবশ্যই জাতীয় দল থেকে অবসর নেন। মেসিও নেবেন। কিন্তু সেই সময় এখনো আসেনি তার। দেশকে অনেক কিছুই দেওয়ার আছে মেসির।’

আগামী ১২ অক্টোবর ইরাক এবং তার চার দিন পর ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এর আগে সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরেও আর্জেন্টিনার হয়ে দুই ম্যাচে খেলেননি লিওনেল মেসি। এর ফলে ফুটবলপ্রেমীদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগছে যে, এভাবে আর কতদিন আর্জেন্টিনা স্কোয়াডের বাইরে থাকবেন মেসি।
সূত্র : ওয়াশিংটন পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়