শিরোনাম
◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ১০:১৮ দুপুর
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ১০:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের সম্মানজনক ‘খেলরত্ন’ পুরস্কার লাভ কোহলির

স্পোর্টস ডেস্ক : ভারতের ক্রীড়াক্ষেত্রের সর্বোচ্চ সম্মাননা ‘খেলরত্ন’ পুরস্কার পেয়েছেন দেশটির ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। দেশের হয়ে ক্রিকেটে একের পর সাফল্যের জন্য ‘রাজিব গান্ধী খেলরত্ন পুরস্কার’ প্রদান করা হয় তাকে। এবার ভারোত্তোলনে ভারতের হয়ে স্বর্ণপদক জয়ী মিরাবাই চানুর সঙ্গে যৌথভাবে এ পুরস্কার পেয়েছেন কোহলি।

গতকাল দিল্লিতে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের হাত থেকে এবারের ‘রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার’ গ্রহণ করেন কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো খেলা আর একের পর এক কীর্তি গড়ার কারণেই তাকে খেলরত্ন পুরস্কার দেওয়া হয় তাকে। বর্তমানে আইসিসি’র টেস্ট ও ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটসম্যান কোহলি।

এর আগে ২০১৬ ও ২০১৭ সালেও কোহলি এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তার হাতে উঠেনি মর্যাদার এ পুরস্কার। কোহলির সঙ্গে থাকা মিরাবাই চানু ২০ বছর পর বিশ্ব ভারত্তোলন চ্যাম্পিয়নশিপে ভারতকে সোনা এনে দেওয়ায় খেলরত্নের পুরস্কার পান। এছাড়া গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসেও সোনা জেতেন চানু।

ভারতীয় তৃতীয় কোনো ক্রিকেটার হিসেবে মর্যাদার ‘খেলরত্ন’ পুরস্কারে সম্মানিত হয়েছেন কোহলি। এর আগে কিংবদন্তি শচীন টেন্ডলকার ১৯৯৭ সালে এবং সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ২০০৭ সালে মর্যাদার এ পুরস্কারে ভূষিত হয়েছিলেন। রাইজিংবিডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়