শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:৩৬ সকাল
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গাদের ফেরত নিতে টালবাহানা করছে মিয়ানমার : প্রধানমন্ত্রী

সাইদুর রহমান: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মিয়ানমার নতুন নতুন অযুহাত দেখিয়ে রোহিঙ্গাদের ফেরত নিতে টালবাহানা করছে। মঙ্গলবার রয়টার্সের সাথে এক সাক্ষাতকারে শেখ হাসিনা বলেন, কোন অবস্থাতেই রোহিঙ্গাদের স্থায়ীভাবে বাংলাদেশে রাখা যাবে না।

তিনি আরও বলেন, আমার দেশের জনসংখ্যা ১৬০ মিলিয়ন। আমার পক্ষে অন্য আরেক বোঝা বহন করা সম্ভব নয়। আমি পারব না, আমার দেশও বহন করতে পারবে না। স্থায়ীভাবে রোহিঙ্গাদের পুনর্বাসন করতে বাংলাদেশ নীতি পরিবর্তনে প্রস্তুত রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, শরণার্থী নিয়ে মিয়ানমারের সাথে আমরা সংঘাত চাই না। কিন্তু তিনি ইঙ্গিত করেন, মিয়ানমার নেত্রী অং সান সুচি ও সেনাবাহিনীর বিষয়ে তার ধৈর্য ফুরিয়ে গেছে এবং এক্ষেত্রে তারাই মূল শক্তি।

এরআগে শেখ হাসিনা একটি চুক্তিতে আবদ্ধ হতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান।

তিনি রয়টার্সকে বলেন, তারা (মিয়ানমার )সব কিছু করতে সম্মত হয় কিন্তু দুঃ জনক বিষয় হলো তারা কোনো কিছুই বাস্তবায়ন করে ন্।া এটিই মূল সমস্যা। তিনি আরও বলেন, সব কিছু প্রস্তুত রয়েছে। কিন্তু প্রতিবারই তারা নতুন অযুহাত সৃষ্টি করে।

গত বছর নভেম্বরে দ্ইু মাসের মধ্যে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারের সাথে একটি চুক্তি করে বাংলাদেশ। কিন্তু পরবর্তীতে কার্যত এ কাজ শুরু হয়নি। এরপর থেকে প্রতিনিয়ত মিয়ানমার সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ এবং সীমান্তবর্তী এলাকা কক্সবাজারের শরণার্থী ক্যাম্পে আশ্রয় নিচ্ছে রোহিঙ্গারা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়