শিরোনাম
◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মুজিবনগর দিবস বাঙালির শৃঙ্খলমুক্তির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:০২ সকাল
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বায়ার্নকে আটকে দিলো অগসবুর্গ

স্পোর্টস ডেস্ক: টানা চার ম্যাচে জয় পেয়ে উড়তে থাকা জার্মান জায়ান্টদের আটকে দিলো অগসবুর্গ। বুন্দেসলিগায় বাভারিয়ানদের ১-১ সঙ্গে ড্র করেছে তারা। গোল পেয়েছেন অরিয়েন রোবেন।

ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে অগসবুর্গকে স্বাগত জানায় বায়ার্ন।

নিজের মাঠে গোল পেতে দ্বিতীয়ার্ধ পর্যন্ত অপেক্ষা করতে হয় কোচ নিকো কোভাকের শিষ্যদের। অরিয়েন রোবেনের গোলে ৪৮ মিনিটে এগিয়ে যায় বায়ার্ন। পাঁচ ম্যাচে তিন গোল করেছেন এই ডাচম্যান। কিন্তু কঠিন লড়াইয়ের ম্যাচে শেষপর্যন্ত লিড ধরে রাখতে পারেনি বায়ার্ন।

ম্যাচের শেষ মুহূর্তে গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ারের ভুলে গোল হজম করে বসে বায়ার্ন। ৮৬ মিনিটের সময় সফরকারী দলের ফেলিক্স গোটজের গোলে সমতায় ফেরে অগসবুর্গ। এরপর আর আর কেউ গোলের দেখা না পেলে ১-১ গোলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছে দু’দলকে।

৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়নরা। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ওয়েডার ব্রিমেন। এছাড়া ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে বরুশিয়া ডর্টমুন্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়