শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৫:৩৭ সকাল
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৫:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদুরো-স্ত্রীসহ ভেনেজুয়েলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

প্রত্যাশা প্রমিতি সিদ্দিক: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর স্ত্রীসহ ৬ জন উচ্চপদস্থ কর্মকর্তার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের ৭৩তম অধিবেশনে দেশটিতে ‘গণতন্ত্র পুনরুদ্ধারের’ আহ্বান জানিয়ে নতুন এ নিষেধাজ্ঞার ঘোষণা দেন।

তেল সমৃদ্ধ একটি দেশে সমাজতন্ত্রের কারণে জনগণ দারিদ্রের মুখে পতিত হয়েছে বলে ট্রাম্প অধিবেশনে উপস্থিত অন্যান্য দেশগুলোর প্রতি ল্যাটিন আমেরিকার দেশটিতে গণতন্ত্র ফিরিয়ে আনার প্রতি জোর দিতে আহ্বান জানান। এসময় পেরু, কলম্বিয়া, প্যারাগুয়ে, চিলি, আর্জেন্টিনার মত ল্যাটিন আমেরিকার দেশগুলো মাদুরো প্রশাসনের বিরুদ্ধে আসা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলো আন্তর্জাতিক আদালতকে তদন্ত করতে আহ্বান জানান।

এ প্রসঙ্গে দেশটির প্রেসিডেন্ট মাদুরো জানান, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধের অন্যতম ভুক্তভোগী তার দেশ। এ ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়ার কারণে ট্রাম্পের সমালোচনা করেন তিনি। বিভিন্ন ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে দেশটিকে ঘিরে রাখার জন্য তাকে ধন্যবাদও দেন তিনি।

উল্লেখ্য, ২০১৩ সালে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে নিকোলাস মাদুরো দায়িত্ব নেন। একনায়কতন্ত্রের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র প্রথম থেকেই দেশটির ওপর একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে আসছে। এছাড়াও দেশটিতে একের পর এক নিষেধাজ্ঞার ফলে তারল্য সংকট এবং দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি ব্যাপক আকার ধারণ করেছে। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়