শিরোনাম
◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৫:১৮ সকাল
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৫:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উচ্চ তাপমাত্রায় দেশের সাড়ে ১৩ কোটি মানুষ ঝুঁকির মুখে

সোহেল রহমান: জলবায়ু পরিবর্তন জনিত, তাপমাত্রা বৃদ্ধি ও অস্বাভাবিক বর্ষণের কারণে বাংলাদেশের প্রায় সাড়ে ১৩ কোটি মানুষের জীবনযাত্রা ঝুঁকির মুখে। অর্থাৎ এই জনসংখ্যা বাংলাদেশের মোট জনগোষ্ঠীর প্রায় তিন-চতুর্থাংশ। যদি জলবায়ু পরিবর্তনজনিত এই ক্ষতিকর প্রভাব প্রতিরোধের কোনো ব্যবস্থা নেয়া না হয়, তাহলে ২০৫০ সাল নাগাদ প্রতিবছর বাংলাদেশের আর্থিক ক্ষতির পরিমাণ দাড়াবে জিডিপির ৬.৭ শতাংশ।

আজ বুধবার রাজধানীর হোটেল সোনারগাঁয়ে বিশ্বব্যাংক কর্তৃক প্রকাশিত ‘সাউথ এশিয়ান হট স্পট: দি ইমপ্যাক্ট অফ টেম্পারেচার এন্ড প্রিসিপিকেশন চেঞ্জেস এন লিভিং স্টান্ডার্ড’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।

বিশ্বব্যাংকের লিড ইকোনমিক মাফু কুমারা মানি এই প্রতিবেদন উপস্থাপন করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

প্রতিবেদনে বলা হয়, ২০৫০ সাল নাগাদ বাংলাদেশের গড় তাপমাত্রা ১ থেকে ১.৫ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। প্যারিসে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে যে সকল ব্যবস্থা নিতে বলা হয়েছে সেগুলো না নিলে, তাপমাত্রা বৃদ্ধিও হার ২.৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়