শিরোনাম
◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:২২ সকাল
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শনিবার রাজধানীতে মাঠ দখলের ঘোষণা ১৪ দলের

জিয়াউদ্দিন রাজু : আগামী ২৯ সেপ্টেম্বর রাজধানীতে সমাবেশ ডেকে মাঠ দখল রাখার ঘোষণা দিয়েছে ক্ষমাতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল। গতকাল মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আগামী শনিবারের সমাবেশের প্রস্ততি সভায় ১৪ দলের সমন্বায়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এই ঘোষণা দেন। উল্লেখ্য একই দিনে বিএনপিও রাজধানীতে সমাবেশের ডাক দিয়েছে।

মোহাম্মদ নাসিম বলেন, আগে থেকেই ঢাকা আওয়ামী লীগের দখলের ছিলো। শুধু ঢাকা নয় সারা বাংলাদেশই শেখ হাসিনার দখলে থাকবে। কোনো চক্রান্ত হলে জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলা করা হবে। অপশক্তি যেন মাঠে নামতে না পরে সে জন্য তিনি নেতাকর্মীদের প্রস্তত থাকার আহবান জানান। ২৯ সেপ্টেম্বরের সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা সবাই ১৪ দলের সমাবেশে আসবেন। সেখানে আওয়ামী লীগ ও ১৪ দলের নেতারা বক্তব্য রাখবেন। তাই আপনারা সমাবেশে আসার জন্য আপনাদের এমপিদের নিয়ে ঘরে ঘরে (দাওয়াত দিতে) পৌঁছে যান।

নাসিম আরো বলেন, নির্বাচনের প্রচারের কাজ শুরু হয়ে গেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে ইতোমধ্যে জেলা উপজেলায় নির্বাচনী প্রচার কাজ শুরু হয়েছে। আওয়ামী লীগ এবার প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চায়। কিন্তু যখন কোনো আশ্রয়হীন, দলছুট রাজনীতিবিদরা গণতন্ত্রের কথা বলে তখন সন্দেহ জাগে চক্রান্ত শুরু হয়েছে কি না?

  • সর্বশেষ
  • জনপ্রিয়