শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:১০ সকাল
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফারমার্স ব্যাংকের ৬ কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ

এস এম এ কালাম: সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার ব্যাংক হিসাবে ৪ কোটি টাকা স্থানান্তরের সঙ্গে ব্যাংকের ঋণ জালিয়াতির একটি সম্পৃক্ততা থাকতে পারে এমন অভিযোগের ভিত্তিতে ফারমার্স ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কে এম শামীমসহ ৬ জন ব্যাংক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার সকাল ১০টা থেকে তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। এর আগে ফারমার্স ব্যাংকের সাবেক এমডিসহ ৬জন সকাল পৌঁনে ১০টার দিকে দুদক কার্যালয়ে প্রবেশ করেন।

গতকাল মঙ্গলবার দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের স্বাক্ষরিত তলবি নোটিশে তাদেরকে আজ হাজির হতে বলা হয়েছে।

সাবেক এমডি ছাড়া জিজ্ঞাসাবাদে উপস্থিত হয়েছেন ফারমার্স ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার উম্মে সালমা সুলতানা, এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শফিউদ্দিন আসকারী আহমেদ, সাবেক ম্যানেজার অপারেশন ও ভাইস প্রেসিডেন্ট মো. লুতফুল হক, প্রাক্তন হেড অব বিজনেস ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট গাজী সালাউদ্দিন ও ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রয়।

গতকাল সোমবার এ বিষয়ে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, আমরা অনুসন্ধান করছি কিনা- এ বিষয়ে সরাসরি উত্তর দেওয়া সম্ভব না। দুদক দুজন ব্যক্তির বিরুদ্ধে ঋণ নিয়ে ওই টাকা অবৈধভাবে অনত্র স্থানান্তরের বিষয়ে অনুসন্ধান করছে। ওই অনুসন্ধান এখনো চলমান। অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বক্তব্য দেওয়া যাবে না। আমাদেরকে দালিলিক প্রমাণ দিয়ে টাকা কোথায় ও কিভাবে গেল সে বিষয়টি খুঁজে বের করতে হবে। তারপর বক্তব্য দেওয়া সম্ভব হবে। মূলত দালিলিক প্রমাণ ছাড়া দুদক করো বিরুদ্ধে মামলা করবে না।

এর আগে গত ৬ মে দুদকের প্রধান কার্যালয়ে দুই ব্যবসায়ী মো. শাহজাহান ও নিরঞ্জন চন্দ্র সাহাকে এস কে সিনহার ব্যাংক হিসাবে ৪ কোটি টাকা স্থানান্তরের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়