শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:০১ সকাল
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘নতুন ডিজিটাল নিরাপত্তা আইন স্বাধীন সাংবাদিকদের জন্য হুমকি স্বরূপ’

এনামুল হক এনা : ডিজিটাল নিরাপত্তা আইন সরকার খুব তড়িঘড়ি করে পাশ করেছে। যেহেতু এই আইনের মূলে রয়েছে সাংবাদিকরা সেহেতু সাংবাদিকদের সাথে আরও বেশি আলোচনা করে নতুন ডিজিটাল আইন করা যেত। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য আমাদের নতুন সময়ের সাথে আলাপকালে এসব কথা বলেন।

আবু জাফর সূর্য বলেন, নতুন ডিজিটাল নিরাপত্তা আইনে দুটো ধারা স্বাধীন সাংবাদিকতার অন্তরায়। আশা করছি সাংবাদিক বান্ধব প্রধানমন্ত্রী এই বিষয়টিকে অনুধাবন করে সংশোধন করবেন। এই আইনের ধারাগুলো স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আরও বলেন, আমি আশা করছি সাংবাদিক বান্ধব সরকার ডিজিটাল নিরাপত্তা আইনের ধারাগুলো সংশোধন করবেন। আর যদি সরকার এই আইন সংশোধন না করেন তাহলে সাংবাদিক সমাজের পক্ষ থেকে সকলের মতামতের ভিত্তিতে নতুন ডিজিটাল আইনের সংশোধনের জন্য প্রয়োজনীয় আন্দোলন ও কর্মসূচী গ্রহণ করা হবে।

সূর্য বলেন, নতুন ডিজিটাল আইনের যে বিধি রয়েছে তা থেকে সাংবাদিকদের ছাড় দিতে হবে। এমর্মে যে এই আইনে পেশাদার সাংবাদিকরা পরবেন না বা কোনো বাধার সৃষ্টি হবেন না। এই বিষয়টা আমাদের সকল সাংবাদিকদের দাবি ছিলো। আশা করছি সংশোধিত বিধি নিষেধে এটা সংযুক্ত হবে।

আবু জাফর সূর্য আরো বলেন, ডিজিটাল প্রযুক্তিতে যারা আইনের অপপ্রয়োগ করে, যারা ডিজিটাল প্রযুক্তির অপপ্রয়োগ করে তাদের শাস্তি দিতে হবে। তবে আমি বলবো এই নতুন ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে স্বাধীন সাংবাদিকদের জন্য হুমকি স্বরুপ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়