শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:৩৭ রাত
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় ঐক্যের ফলে সরকার চাপে আছে

শাহীদ উদ্দিন চৌধুরী এ্যানি : জাতীয় ঐক্য নিয়ে আমরা একেবারেই  পরিস্কার কথা বলেছি। বেগম খালেদা জিয়া যে ঐক্যের আহ্বান জানিয়েছিলেন, আমরা দেশের স্বার্থে এবং দেশের সাধারণ জনগণের স্বার্থে সেই লক্ষের দিকেই হাঁটছি। বিগত ১০ বছরে সারা দেশে যে পরিমাণ অন্যায়-অত্যাচার চলছে তার বিরুদ্ধে জাতীয় ঐক্য গঠন করা হয়েছে। জাতীয় ঐক্য নিয়ে সরকার যে ধরনের কথা বলছে, তাতে তাদের দুর্বলতাই প্রকাশ পাচ্ছে। জাতীয় ঐক্যের ফলে তারা খুবই চাপের মধ্যে রয়েছে।

দেশের জনগণ যেভাবে ঐক্যবদ্ধ হচ্ছে, এই মূহুর্তে তাদের করণীয় হলো আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগ মূহুর্তে এমন বক্তব্য না দিয়ে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। তারা যেহেতু দুর্নীতি এবং অন্যায় অত্যাচারের মধ্যদিয়ে ক্ষমতায় টিকে আছে, তাই নির্বাচনের পূর্ব মূহুর্তে তাদের মধ্যে ভীতি কাজ করছে বলে মনে হচ্ছে। আমি মনে করি, নির্বাচনের পূর্বে অনতিবিলম্বে বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দেওয়া উচিত। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ করার লক্ষে তারা আমাদের সাথে সংলাপে বসা জরুরি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বারংবার যে কথাগুলো বলে যাচ্ছেন যে, তাদের ছাড়া জাতীয় ঐক্য হবেনা। আমরা তো জাতীয় ঐক্যে আওয়ামী লীগকে চেয়েছি এবং তাদের কথা বারবার বলেছি, এখনো বলছি। কিন্তু আমাদের আহ্বান উপেক্ষা করে এখনো আমাদের সাথে সংলাপে বসেনি। যেহেতু তারা সংলাপে বসতে চায় না, তাই আমি মনে করি তাদের ছাড়া জাতীয় ঐক্য না হওয়ার কোনো কারণ নেই।

পরিচিতি : কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও সাবেক সংসদ সদস্য, বিএনপি/মতামত গ্রহণ : তাওসিফ মাইমুন/সম্পাদনা : ফাহিম আহমাদ বিজয়

  • সর্বশেষ
  • জনপ্রিয়