শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ০২:২১ রাত
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ০২:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাগেরহাটে পত্রিকার হকারকে মারধর, বাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : বাগেরহাটের ফকিরহাটের পত্রিকার হকার মোঃ গাউস শেখ (৪৪) কে মারধর করে বাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আট্টাকি গ্রামে গাউসের ক্রয়কৃত সম্পত্তি দখলে নিতে এ হামলা চালায় ঐ জমির বিক্রেতা আছির উদ্দিনসহ তার ছেলেরা। পরে স্থানীয়রা গাউসকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে।

এ খবর পেয়ে বাগেরহাটের বিভিন্ন গণমাধ্যম কর্মীরা হাসপাতালে ছুটে যান এবং গাউসের চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন। এসময় গণমাধ্যম কর্মীরা গাউসের উপর হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গাউসের স্ত্রী রুনা বেগম জানান, ২০১১ সালে তার স্বামী গাউস শেখ একই এলাকার আছির উদ্দিনের কাছ থেকে ২ লক্ষ ৫০ হাজার টাকায় ৩ কাঠা জমি ক্রয় করে। পরে গাউস সেই জমিতে গাছ রোপনসহ ঘর তৈরি করে বসবাস করেন। ৮ বছর পর মঙ্গলবার সন্ধ্যায় আছির উদ্দিন এবং তার তিন ছেলে মোজাহের, বেল্লাল ও ইমরান আমাদেরকে ঐ জমি থেকে উচ্ছেদের জন্য বাড়ি ঘর ভাংচুর করে। বাধা দিতে গেলে আমার স্বামীকে লাটিসোটা দিয়ে এলোপাতাড়ি মারপিট করে এবং ইট দিয়ে মাথায় আঘাত করে। পরে তাকে অচেতন অবস্থায় বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু জাহেদ জানান, হামলার ঘটনা শুনেছি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়