শিরোনাম

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:৪৪ সকাল
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমরা শুধু তাদেরকেই সহায়তা দেবো যারা আমাদের সম্মান করে : ট্রাম্প

আসিফুজ্জামান পৃথিল : আমরা তাদেরকেই অর্থনৈতিক সাহায্য দেবো যারা আমাদের সম্মান করে এবং আমাদের সত্যকারের বন্ধু। একথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া ভাষণে এ কথা বলেন তিনি। তিনি ইরানের তীব্র সমালোচনা করেছেন।
ট্রাম্প বলেছেন, তার দেশ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দেশকে অর্থনৈতিক সাহায্য প্রদানের ব্যাপারে নতুন করে ভাবছে। তিনি বলেন, ‘ অনেকেই আমাদের কিছুই দেয়না। তাই আমরা বিদেশী সহায়তা দেবার ব্যাপারে কঠোর হবার কথা ভাবছি। আমরা পরীক্ষা করে দেখবো, যেসকল দেশ আমরা ডলার এবং নিরাপত্তা নিচ্ছে, তারা আমাদের স্বার্থ হৃদয় দিয়ে রক্ষা করছে কিনা। আমরা আশা করবো অন্য দেশগুলো নিজেদেও রক্ষার জন্য নিজেরা আরো অর্থ ব্যয় করবে।’ ট্রাম্প বলেন জাতিসংঘকে আরো কার্যকর এবং বিশ্বাসযোগ্য বানানো হবে।

নিজের নির্বাচনী শ্লোগানের সাথে মিলিয়ে ট্রাম্প বলেছেন প্রত্যেক দেশকেই আবার মহান ‘গ্রেট অ্যাগেইন) বানানোর মধ্য দিয়েই অভিবাসি সমস্যার সমাধান করা যাবে। তিনি জানান যুক্তরাষ্ট্র কোন বৈশ্বিক শরণার্থী চুক্তিতে স্বাক্ষর করবে না। তিনি মনে করেন প্রতিটি দেশই মহান দেশে পরিণত হলে কেউ আর নিজের দেশ ত্যাগ করবে না।
ট্রাম্প ইরানকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা সৃষ্টি, মৃত্যু এবং ধ্বংসযজ্ঞের জন্য ইরান এককভাবে দায়ী। ভাষণে ট্রাম্প ইরানের পরমাণু চুক্তি বাতিলের নিজের সিদ্ধান্তেরও সাফাই গেয়েছেন। তিনি মনে করেন তার প্রশাসনের সময়েই যুক্তরাষ্ট্র আরো মহান, আরো ধনী এবং আরো নিরাপদ হয়েছে। সিএনএন, বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়