শিরোনাম

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ০১:২২ রাত
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ০১:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফারমার্স ব্যাংকের সাবেক এমডিসহ ৬ জনকে দুদকে তলব

এস এম এ কালাম : সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার ব্যাংক হিসাবে ৪ কোটি টাকা স্থানান্তরের সঙ্গে ব্যাংকের ঋণ জালিয়াতির একটি সম্পৃক্ততা থাকতে পারে এমন অভিযোগের ভিত্তিতে ফারমার্স ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কে এম শামীমসহ ৬ জন ব্যাংক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের স্বাক্ষরিত তলবি নোটিশে তাদেরকে ২৬ সেপ্টেম্বর হাজির হতে বলা হয়েছে।

সাবেক এমডি ছাড়া তলবকৃতরা হলেন ফারমার্স ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার উম্মে সালমা সুলতানা, এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শফিউদ্দিন আসকারী আহমেদ, সাবেক ম্যানেজার অপারেশন ও ভাইস প্রেসিডেন্ট মো. লুতফুল হক, প্রাক্তন হেড অব বিজনেস ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট গাজী সালাউদ্দিন ও ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রয়।

গতকাল সোমবার এ বিষয়ে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, আমরা অনুসন্ধান করছি কিনা- এ বিষয়ে সরাসরি উত্তর দেওয়া সম্ভব না। দুদক দুজন ব্যক্তির বিরুদ্ধে ঋণ নিয়ে ওই টাকা অবৈধভাবে অনত্র স্থানান্তরের বিষয়ে অনুসন্ধান করছে। ওই অনুসন্ধান এখনো চলমান। অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বক্তব্য দেওয়া যাবে না। আমাদেরকে দালিলিক প্রমাণ দিয়ে টাকা কোথায় ও কিভাবে গেল সে বিষয়টি খুঁজে বের করতে হবে। তারপর বক্তব্য দেওয়া সম্ভব হবে। মূলত দালিলিক প্রমাণ ছাড়া দুদক করো বিরুদ্ধে মামলা করবে না।

এর আগে গত ৬ মে দুদকের প্রধান কার্যালয়ে দুই ব্যবসায়ী মো. শাহজাহান ও নিরঞ্জন চন্দ্র সাহাকে এস কে সিনহার ব্যাংক হিসাবে ৪ কোটি টাকা স্থানান্তরের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়