শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০১৮, ১১:০৮ দুপুর
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০১৮, ১১:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝিনাইগাতীতে অপহরণের পর স্কুল ছাত্রীকে ধর্ষণ : গ্রেফতার ২

তপু হারুন, শেরপুর: শেরপুরের ঝিনাইগাতীতে অপহরণের পর স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে ধর্ষকসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে উপজেলার গজারীকুড়া গ্রামের মুনতাজ আলীর ছেলে সাকিল (২২), ও আজিজুল হকের ছেলে ভ্যান চালক রহমত আলী (২০)।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, গজারীকুড়া গ্রামের বাসিন্দা ভারুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী গত ২৩ সেপ্টেম্বর রবিবার বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে শাকিলের নেতৃত্বে ৫/৭ জন যুবক ওই স্কুল ছাত্রীকে অপহরণ করে অটোযোগে পার্শ্ববর্তী নালিতাবাড়ি উপজেলার মধুটিলা ইকো পার্কে নিয়ে যায়।

ইকো পার্কের গভীর অরণ্যে অন্যান্যদের সহায়তায় শাকিল ওই স্কুল ছাত্রীকে ধর্ষন করে। পরে কৌশলে ওই স্কুল ছাত্রী পালিয়ে এসে ঝিনাইগাতী থানা পুলিশকে অবহিত করে। খবর পেয়ে থানা পুলিশ ওই দিনই বিকেলে অভিযান চালিয়ে ধর্ষক শাকিল ও ভ্যান চালক রহমত আলীকে গ্রেফতার করে।

এ ব্যাপারে ধর্ষকসহ ৫ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার গ্রেফতারকৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে। ডাক্তারী পরীক্ষার জন্য ভিকটিমকে শেরপুর সদর হাসপাতালে প্রেরণ ও আদালতে তার জবানবন্দি নেয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অন্যান্য আসামীরা গাঁ ঢাকা দিয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই খোকন চন্দ্র সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “অপর আসামীদের গ্রেফতার করতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে”। ঝিনাইগাতী থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়