শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০১৮, ১০:২৮ দুপুর
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০১৮, ১০:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ সফরেই ক্যারিবীয় অধ্যায় শেষ করবেন স্টুয়ার্ট ল

স্পোর্টস ডেস্ক : আগামী নভেম্বরে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ। আর ঐ সফরের পরেই ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে কোচিং ক্যারিয়ার শেষ হবে স্টুয়ার্ট ল’র। কেননা ইতিমধ্যে তিনি উইন্ডিজ ক্রিকেট বোর্ডে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এরই মধ্যে দিয়ে দুই বছরের সম্পর্কের যবনিকাপাত ঘটবে উইন্ডিজ ও স্টুয়ার্টের।

ওয়েস্ট ইন্ডিজের কোচিং পদ ছাড়ার আগে বাংলাদেশ ও ভারত সফর করবে ওয়েস্ট ইন্ডিজ। এই দুই সফরে দলের সঙ্গে থাকবেন ল। এরপর বাংলাদেশ সফর শেষে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে গুডবাই বলবেন ৪৯ বছর বয়সি এ কোচ। তার নতুন ঠিকানা মিডলসেক্স। ইংল্যান্ডের কাউন্টি দলের কোচ হতেই দায়িত্ব ছেড়েছেন ল।

অভিজ্ঞ এ কোচের হাত ধরে টেস্টে দারুণ উন্নতি করেছে ওয়েস্ট ইন্ডিজ। পাশাপাশি তার সময়েই ২০১৯ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজ। তরুণদের ওপর বরাবরই আস্থা রাখতে পছন্দ করেন ল। ওয়েস্ট ইন্ডিজেও তাই করেছেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ল বলেছেন, ‘ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের কোচিং পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তটা কঠিন ছিল। শেষ দুই বছরে দারুণ সময় কাটিয়েছি। আমি বিশ্বাস করি আমরা এ সময়ে ব্যাপক উন্নতি করেছি। পাশাপাশি দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছি।’

‘আমি মিডলসেক্সের দায়িত্ব নিতে যাচ্ছি। ওখানে দায়িত্ব পালনের পাশাপাশি আমি আমার পরিবারকেও কাছাকাছি পাবো। আমি খেলোয়াড়দের পরবর্তী জীবনের জন্য শুভকামনা জানাচ্ছি। আশা করছি এভাবেই তারা সাফল্য ধরে রাখবে।’

২০১৬ সালের সেপ্টেম্বরে ফিল সিমন্স দায়িত্ব ছাড়ার পর ল ওয়েস্ট ইন্ডিজের দায়িত্ব নেন। ১৫ টেস্টে ৬টিতে দলকে জয়ের স্বাদ দিয়েছেন ল। ১৯ টি-টোয়েন্টিতে তার ত্বাবধানে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ৮ ম্যাচ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়