শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০১৮, ১০:০৪ দুপুর
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০১৮, ১০:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নওগাঁয় আদিবাসীদের নির্মান করে দেওয়া বাড়ি পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আশরাফুল নয়ন, নওগাঁ প্রতিনিধি: বিএমজেড ও নেটজ বাংলাদেশের অর্থায়নে এবং আশ্রয় এর বাস্তবায়নে বন্যার্ত আদিবাসীদের নির্মান করে দেওয়া বাড়িসহ প্রকল্পটির মাঠ পর্যায়ে চলমান বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মিজানুর রহমান। গতকাল সোমবার বিকেলে নওগাঁর পত্নীতলা উপজেলার চক-আক্রাম আদিবাসী পল্লীতে গৃহীত প্রকল্প পরিদর্শনে যান।

এসময় আদিবাসী সম্প্রদায়ের নারী-পুরুষরা জেলা প্রশাসককে উষ্ণ-অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেন। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আশ্রয় প্রকল্পের নেয়া কার্যক্রমের ভৃয়সী প্রশংসা করে বলেন, বর্তমান সরকার মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। চলমান উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে প্রয়োজন সকলের শতস্ফূর্ত অংশগ্রহন।

এসময় অন্যান্যদের মধ্যে পত্নীতলা উপজেলা নিবার্হী অফিসার মাহমুদা খাতুন,আশ্রয় এর রাজশাহী ডিজিএম কে এম জি রব্বানি বসুনিয়া, মহা অঞ্চল ব্যবস্থাপক নূরুল ইসলাম, প্রজেক্ট ম্যানেজার শাহেদুল ইসলাম, ইউনিট ম্যানেজার আশীষ কুমার রায়, সুশান্ত কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।

আশ্রয়-রেজিলিন্সে প্রকল্প নওগাঁর মান্দা, ধামুইরহাট, পত্নীতলা, বদলগাছী ও নওগাঁ সদর উপজেলার মোট ১৬টি ইউনিয়নে কার্যক্রম করছে। প্রকল্পের উপকারভোগির সংখ্যা চার হাজার ৬৫জন। এর মধ্যে আদিবাসী ১১৩৫জন এবং অ-আদিবাসী ২৯৩০জন। বর্ন্যায় ক্ষতিগ্রস্থদের ১৭২টি নতুন ঘর, আংশিক ঘর নির্মান ১৭২টি এবং পূন:আংশিক ঘর নির্মান করে দেয়া হয়েছে ৩০০টি।

বিদ্যালয় মেরামত ১৪টি, ৩০জন প্রতিবন্ধী, অসুস্থব্যক্তিকে সহায়তা, ৬০০জন গর্ভবতী ও দুগ্ধদানকারী মাকে পুষ্টিকর খাবার সরবরাহ। এছাড়া আয়বৃদ্ধির জন্য ৩০৬০জন সদস্যকে গরু, ছাগল, হাসঁ, মুরগী ও ৩টি ফলদ গাছের চারা প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়