শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:৫১ সকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিফা দ্য বেস্ট প্লেয়ার লুকা মদরিচ

স্পোর্টস ডেস্ক : ফিফার বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন ক্রোয়েশিয়ার মিডফিল্ডার লুকা মদরিচ। যে পুরস্কার গত এক দশক ধরে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির মধ্যেই ঘুরছিল। এ বছর অবশ্য সেই বৃত্ত ভেঙেছেন এই রিয়াল মাদ্রিদ তারকা। প্রথম ক্রোয়াট ফুটবলার হিসেবে বিশ্বের সবচেয়ে সম্মানজনক অ্যাওয়ার্ড জিতলেন লুকা মদরিচ। একই ক্যাটাগরিতে মেয়েদের বর্ষসেরা পুরস্কার উঠেছে ব্রাজিলের তারকা মার্তার হাতে। তাছাড়া বর্ষসেরা কোচ হয়েছেন ফ্রান্সের দিদিয়ের দেশম।

এর আগে গত ৩০ আগস্ট উয়েফার বর্ষসেরা নির্বাচিত হয়েছিলেন মদরিচ। রোনালদো ও মোহাম্মদ সালাহকে ছাড়িয়ে প্রথম ক্রোয়েশিয়ান হিসেবে ইউরোপিয়ান সেরার স্বীকৃতি পেয়েছিলেন। এবার বৈশ্বিক স্বীকৃতির লড়াইয়েও সেই দুই তারকাকে পেছনে ফেলেছেন ক্রোয়েশিয়ার অধিনায়ক। দুই প্রতিদ্বন্দ্বীকে অভিনন্দন জানিয়ে মদরিচ বলেছেন, ‘আমি রোনালদো ও সালাহকে তাদের দারুণ একটি মৌসুমের জন্য অভিনন্দন জানাতে চাই। আমি নিশ্চিত তোমরা ভবিষ্যতে এই ট্রফি জেতার আরও সুযোগ পাবে।’

পুরস্কার জয়ের পর মদরিচ কৃতজ্ঞতা জানান পরিবার ও সতীর্থদের প্রতি। আমার পরিবারের জন্যও এটা, তাদের ছাড়া আমি আজকের এই খেলোয়াড় হয়ে উঠতে পারতাম না। গত বছর জুড়েই ছিল চোখ ধাঁধানো পারফরম্যান্স। চ্যাম্পিয়নস লিগের ফাইনাল, বিশ্বকাপে প্রথমবার ক্রোয়েশিয়াকে ফাইনালে তোলা, বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেই তিনি নিজের সেরার জানান দিয়েছিলেন আগেই।

সোমবার রাতে লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলের জমকালো এক আয়োজন করা হয়েছিল ফিফা বেস্ট অব দ্য ইয়ারের। সেখানে উপস্থিত ছিরেন না রোনালদো। বর্ষসেরা গোলের জন্য মনোনীত হলেও ব্যক্তিগত কারণে ছিলেন না মেসিও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়