শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:০৩ সকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঐক্যের ‘কর্মসূচি নির্ধারণ কমিটি’ চূড়ান্ত হচ্ছে আজ

সাব্বির আহমেদ : সরকারবিরোধী নতুন কর্মসূচি প্রণয়নে ৫ সদস্য বিশিষ্ট 'কর্মসূচি নির্ধারণ কমিটি' চূড়ান্ত করতে বৈঠকে বসছে জাতীয় ঐক্য প্রক্রিয়া। ওই কমিটিতে থাকবেন ঐক্য প্রক্রিয়ার আহবায়ক ড. কামাল হোসেন, যুক্তফ্রন্টের চেয়ারম্যান অধ্যাপক একিউএম বদরুদোজ্জা চৌধুরী, আ স ম আবদুর রব, মাহমুদুর রহমান মান্না ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার সন্ধ্যায় ওই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতা বিষয়টি নিশ্চিত করে এই প্রতিবেদককে বলেন, আজই চূড়ান্ত হবে কমিটি। কমিটির দেওয়া কর্মসূচি পরিচালনাসহ বাস্তবায়ন করবেন ঐক্য প্রক্রিয়ায় জড়িত দলের নেতাকর্মীরা।

সূত্র জানায় আজকের বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও বিএনপির শীর্ষ দু'য়েকজন নেতা উপস্থিত থাকতে পারেন। থাকবেন বিকল্প ধারার চেয়ারম্যান অধ্যাপক বি চৌধুরী গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহবায়ক ড.কামাল হোসেন, ঐক্য প্রক্রিয়ার সদস্য সচিব আ ব ম মোস্তফা আমিন, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত বড়ুয়া, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, দলের সমন্বয়কারী শহীদুল্লাহ কায়সার ও কেন্দ্রীয় নেতা জাহেদুর রহমান।

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বৃহত্তর ঐক্য গড়ার প্রক্রিয়ায় অনেকটাই এগিয়েছে যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য। এখন ওই জোটের কাজের সমন্বয় করতে লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।

এর আগে সোমবার বিকেলে রাজধানীর মতিঝিলে বিকেলে ড. কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্য প্রক্রিয়া ও যুক্তফ্রন্ট নেতাদের বৈঠকে ওই কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। এ জন্য মঙ্গলবার বিকেলে বৈঠকে বসবে বৃহত্তর ঐক্য প্রক্রিয়ায় যুক্ত হওয়া দলগুলো। মঙ্গলবারের বৈঠকে বিএনপিকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

সোমবারের বৈঠকে ডিজিটাল নিরাপত্তা আইনের অনুমোদন নিয়ে আলোচনা হয়েছে। বৃহত্তর ঐক্য প্রক্রিয়া এই আইনটি প্রত্যাহারেরও দাবি জানাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়