শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:৫৩ সকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিফা বেস্ট’: কার বাক্সে বাংলাদেশ কোচ-অধিনায়কের ভোট

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর এক যুগের আধিপত্য ভেঙে ফিফার সেরা পুরস্কার ‘ফিফা বেস্ট’ অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন লুকা মদ্রিচ। মেসি এবার সেরা তিনে না থাকায় রোনালদো এবং মোহামেদ সালাহকে হারিয়ে খেতাব জেতেন ক্রোয়েট অধিনায়ক।

সারা বিশ্বের সব দেশের কোচ, অধিনায়ক ও একজন করে সাংবাদিক ভোট দিয়েছেন বর্ষসেরা নির্বাচনে। যার মধ্যে ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ, অধিনায়ক এবং দেশের একজন সাংবাদিক।

তো কার বাক্সে গেছে বাংলাদেশের কোচ, অধিনায়ক এবং সাংবাদিকের ভোট?

ফিফার প্রকাশ হওয়া ব্যালট থেকে দেখা যাচ্ছে বাংলাদেশ কোচ জেমি ডে প্রথম সেরা হিসেবে ভোট দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোকে। তার দুইনম্বর ভোট কাইলিয়ান এমবাপেকে। আর ব্রিটিশ কোচের তৃতীয় সেরার ভোট দিয়েছেন অ্যান্থনিও গ্রিজম্যান।

কোচের মতো বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া প্রথম ভোট দিয়েছেন রোনালদোকে। তার দ্বিতীয় ভোটটি অবশ্য পেয়েছেন লিওনেল মেসি। আর পুরস্কার বিজয়ী মদ্রিচ পেয়েছেন জামাল ভূঁইয়ার তিননম্বর ভোট।

সাংবাদিক হিসেবে বাংলাদেশ থেকে ফিফা বর্ষসেরা নির্বাচনে ভোট দিয়েছেন মাহমুদ রাইহান। তার প্রথম ভোট পেয়েছেন লুকা মদ্রিচ। তার দ্বিতীয় ভোট গেছে গ্রিজম্যানের বক্সে। রাইহান তিননম্বর ভোটটি দিয়েছেন এমবাপেকে।

পুরস্কার জিততে ২৯% ভোট পেয়েছেন মদ্রিচ। দ্বিতীয় হওয়া রোনালদো পেয়েছেন ১৯%। আর তিননম্বরে থাকা লিভারপুলের মিশরীয় তারকা পেয়েছে ১১.২% ভোট। ১০% ভোট পেয়ে চার নম্বর হন ফরাসি ফরোয়ার্ড কাইলিয়ান এমবাপে। পাঁচে থাকা মেসি ঘরে ৯% ভোট। এবার অবশ্য ফিফার অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন মেসি-রোনালদো দুজনই। চ্যানেলআই অনলাইন

  • সর্বশেষ
  • জনপ্রিয়