শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:২৫ সকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্র আমাদের গলায় ছুরি ধরে রেখেছে: চীন

সান্দ্রা নন্দিনী: বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সংলাপ চালিয়ে যাওয়া দুঃসাধ্য বলে মনে করে চীন। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দেশটির উপ-বাণিজ্যমন্ত্রী ওয়াং শুয়েন বলেন, এখনকার পরিস্থিতি এমন যে, ওয়াশিংটন আমাদের গলায় রীতিমত ছুরি ধরে রেখেছে। বিশ্বের অর্থনৈতিক দুই পরাশক্তির একে অন্যের আমদানিপণ্যের ওপর নতুন করে শুল্কারোপ করার পরের দিনই এমন্তব্য করেন তিনি।

শুয়েন বলেন, সমস্যা সমাধানে আবার কবে সংলাপ শুরু হবে কিংবা আদৌ হবে কিনা তা সম্পূর্ণ নির্ভর করবে যুক্তরাষ্ট্রের আন্তরিকতার ওপর। কেননা, কোনরকম হুমকি অথবা চাপের মুখে আলোচনা হতে পারে না। আর তাছাড়া, বিভিন্ন সময় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভিত্তিহীনভাবে চীনকে ব্যাঙ্গ করে মন্তব্য করা হচ্ছে। এরকম চলতে থাকলে চার দশকের সিনো-মার্কিন সম্পর্ক ধ্বংস হতে বাধ্য।

প্রসঙ্গত, গত মঙ্গলবার ২০ হাজার কোটি ডলারের চীনা পণ্যের ওপর মার্কিন শুল্কারোপের পর পাল্টা ব্যবস্থা হিসেবে ৬ হাজার কোটি ডলারের মার্কিন পণ্যের ওপর শুল্কারোপ করে চীন। চীনা বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই নতুন শুল্ক ২৪ সেপ্টেম্বর কার্যকর হবে। একই দিনে যুক্তরাষ্ট্রের নতুন শুল্কও কার্যকর হবে। নতুন এই শুল্ক পণ্যভেদে ৫ অথবা ১০ শতাংশ হবে।

অন্যদিকে, ট্রাম্প জানান অদূর ভবিষ্যতে চীনের ওপর আরো ২৬ হাজার ৭০০ কোটি ডলারের পণ্যে শুল্কারোপ করা হবে। যদি সত্যিই এই শুল্কারোপ হয় তবে চীনা সকল পণ্যের ওপরই যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপিত হয়ে যাবে। বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়