শিরোনাম
◈ সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:৫৪ সকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য কাজ করছেন প্রধানমন্ত্রী

আহমেদ জাফর: নিউইয়র্কে ব্রিটিশ পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক মন্ত্রী জেরেমি হান্টের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী তাকে জানিয়েছেন আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চান। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।

সোমবার জাতিসংঘ সদরদপ্তরে দ্বিপক্ষীয় বৈঠককক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে প্রধানমন্ত্রী এ কথা জানিয়েছেন। বৈঠক শেষে পররাষ্ট্র সচিব শহিদুল হক সাংবাদিকদের এ কথা নিশ্চিত করেছেন।আসন্ন নির্বাচন সম্পর্কে বলতে গিয়ে জেরেমি হান্ট বলেন, তারা বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক অবাধ ও সুষ্ঠু নির্বাচন আশা করেন। জবাবে প্রধানমন্ত্রী বলেন, একটি অংশগ্রহণমূলক অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার জন্য তার সরকার কাজ করে যাচ্ছে।

এছাড়া বৈঠক রোহিঙ্গা ইস্যুতেও আলোচনা হয়েছে বলে জানান শহিদুল হক। তিনি বলেন, রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফিরে যেতে সমস্যাটা কোথায় তা প্রধানমন্ত্রীর কাছে জানতে চান জেরেমি হান্ট। রোহিঙ্গা প্রত্যাবসনে চুক্তি হওয়ার কথা মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী তখন তাকে বলেন, চুক্তি করলেও মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হান্ট জানতে চান যে, এই পরিস্থিতিতে মিয়ানমারে রোহিঙ্গাদের ফিরে যাওয়া ঠিক হবে কি না? জবাবে প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে পারলে তারা নিজ দেশে ফিরে যেতে পারে। রোহিঙ্গাদের জন্য ভাসানচরে অস্থায়ী আবাসস্থল নির্মাণের কথা জানিয়ে এ বিষয়ে যুক্তরাজ্যসহ অন্যান্য দেশের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী।

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে বিএনপিসহ বেশির ভাগ রাজনৈতিক দল অংশ নেয়নি। ফলে অর্ধেকের বেশি আসনে বিনা প্রতিদ্ব্দ্বিতায় নির্বাচিত হন আওয়ামী লীগ ও প্রার্থীরা। এটা নিয়ে সরকারের মধ্যে আছে অস্বস্তি। এজন্য আগামী নির্বাচনে যাতে সবাই অংশনেয় সেটাই চায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদিও প্রধান বিরোধী শক্তি বিএনপি এখনও নির্বাচনে আসার ব্যাপারে ঘোষণা দেয়নি।

এর আগে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের স্থায়ী মিশন দ্বারা আয়োজিত বিশ্ব মাদক সমস্যা সম্পর্কিত গ্লোবাল কল টু অ্যাকশন বিষয়ে একটি উচ্চ পর্যায়ের আলোচনা অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্ব নেতারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়