শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:২৪ সকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে আরও ১৫ কোটি ৬০ লাখ মার্কিন ডলার সহায়তা দিবে যুক্তরাষ্ট্র

সাইদুর রহমান: বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সহায়তার জন্য বাংলাদেশকে আরও ১৮৫ মিলিয়ন ডলার ( ১৫ কোটি ৬০ লাখ মার্কিন ডলার বা ১৩১১ কোটি ৬২ লাখ টাকা দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

এরমধ্যে ১৫৬ মিলিয়ন ডলার সরাসরি রোহিঙ্গা এবং ব্যবস্থাপনাকারী সামাজিক সংগঠনকে দেয়া হবে। সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে মিয়ানমার বিষয়ে একটি মন্ত্রী পর্যায়ের বৈঠকে মার্কিন প্রতিনিধি নিক্কি হ্যালি এই ঘোষণা দেন। এছাড়া জাতিসংঘ নিযুক্ত তদন্তকারীদেরকে রোহিঙ্গাদের জাতিগত নিধনের বিষয়টি নিরাপত্তা পরিষদে উঠানোর আহ্বান জানান।

তিনি বলেন, শরণার্থী ও আশ্রয়দাতাদের জন্য জীবন রক্ষাকারী সহায়তায় যুক্তরাষ্ট্র শীর্ষ দাতা হতে পেরে গর্বিত। এ সময় তিনি বিতাড়িত রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন ।

নিকি হ্যালি বলেন, ‘সেখানে আরও অনেক কিছু করা প্রয়োজন, তাই অন্য দেশগুলোরও নিজেদের দায়িত্ব পালন করা দরকার।’ নতুন বরাদ্দের মধ্যে বাংলাদেশের থাকা রোহিঙ্গা ও স্থানীয় লোকজনের জন্য ১৫ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রয়েছে। সুরক্ষা, জরুরি আশ্রয়, খাদ্য, পানি, স্যানিটেশন, স্বাস্থ্যসেবা ও মানসিক সাপোর্টসহ মারাত্মক জরুরি সেবায় এই অর্থ ব্যয় করা হবে।

উল্লেখ্য, সঙ্কট শুরু হওয়ার পর গত বছর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মোট সহায়তার পরিমাণ দাঁড়ালো ৩৮৯ মিলিয়ন ডলার ( ৩৮ কোটি ৯০ লাখ মার্কিন ডলার)।

সূত্র : রয়টার্স , স্পুটনিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়