শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৫:৪৩ সকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৫:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বানোয়াট’ অভিযোগ অস্বীকার কাভানফের

সান্দ্রা নন্দিনী: মার্কিন প্রেসিডেন্ট মনোনীত সুপ্রিমকোর্ট বিচারপতি ব্রেট কাভানফ তার বিরুদ্ধে ওঠা দুই যৌন হয়রানির অভিযোগকে ‘বানোয়াট’ বলে অভিহিত করে বলেছেন, তিনি কোনও অবস্থাতেই তার নিজের অবস্থান থেকে পিছু হটবেন না। সোমবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তার বিরুদ্ধে দ্বিতীয়বারের মত যৌন হয়রানির অভিযোগ ওঠার প্রেক্ষিতে একথা বলেন তিনি।

কাভানফ বলেন, ‘আসল সত্য হলো আমি কখনোই কারো শ্লীলতাহানি করিনি। সেটা হাইস্কুলে না, এমনকি কোথাওই না।’ তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগকারী ফোর্ড হয়ত ওইসময়ে কারোর মাধ্যমে যৌন হয়রানির শিকার হয়ে থাকতে পারে। তবে আমি নিশ্চিতকরে বলতে পারি এরসাথে মোটেও জড়িত ছিলাম না। কেননা সেরকম কোনও পার্টিতে আমি উপস্থিতই ছিলাম না।’

কাভানফ বলেন, ‘আমি একটি নিরপেক্ষ জায়গা চাই যেখানে নিজের অবস্থান ব্যাখ্যা করতে পারবো। আমি জানি আমার বলা একটি কথাও মিথ্যা না। আমি আমার কাজের রেকর্ড সম্পর্কেও অবহিত এবং এইসব মিথ্যা অভিযোগ মাথায় নিয়ে আমি আমার অবস্থান থেকে সরে দাঁড়াবো না। কেননা, ঈশ্বর ও মার্কিন জনগণের ওপর আমার অগাধ বিশ্বাস রয়েছে।’ রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়