শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০১৮, ০২:৪১ রাত
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০১৮, ০২:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিবিসির খবর সঠিক নয় : ড. কামাল

সারাবাংলা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচনে যেতে ড. কামাল হোসেন রাজি আছেন বলে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির বাংলা পোর্টালে যে খবর বেরিয়েছে তা সঠিক নয় বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

তিনি বলেন, ‘আমি বলেছি আমাদের দাবিদাওয়া পূরণ হলে ও নির্বাচনী পরিবেশ ঠিক থাকলে আমরা নির্বাচনে যেতে রাজি আছি।’

সোমবার (২৪ সেপ্টেম্বর) ড. কামাল হোসেনের সঙ্গে সাক্ষাৎকারের বরাত দিয়ে বিবিসি বাংলা প্রতিবেদনে উল্লেখ করে, বর্তমান সাংবিধানিক কাঠামো এবং ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচনে যেতে নীতিগতভাবে রাজি আছেন বলে জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

ড. কামাল হোসেন বলেছেন, জাতীয় ঐক্য প্রক্রিয়ার অন্য শরিকদের সঙ্গে এ ব্যাপারে কোনো কথা হয়নি। এটি শুধুই তার দলের অবস্থান।

এ বিষয়ে ড. কামাল হোসেন বলেন, ‘বিবিসি আমার বক্তব্য সঠিকভাবে উপস্থাপন করেনি।’

সোমবার সন্ধ্যায় সংবিধান প্রণেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে বৈঠক করেন ড. কামাল হোসেন। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি (জেএসডি) আ স ম আবদুর রব, জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু।

বৈঠকে বিকল্পধারা বাংলাদেশের সভাপতি বদরুদ্দোজা চৌধুরী ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নান উপস্থিত ছিলেন না।

বৈঠকে পরবর্তী রাজনৈতিক কর্মসূচি নিয়ে আলোচনা করে সমমনা রাজনৈতিক দলের নেতারা।

আগামী ১ অক্টোবর ময়মনসিংহে সমাবেশ করবেন যুক্তফ্রন্টের নেতারা।

এছাড়া পর্যায়ক্রমে রাজশাহী, সিলেট, চাঁদপুরেও সমাবেশ করার সিদ্ধান্ত হয়ে বৈঠকে। তবে দিনক্ষণ ‍চূড়ান্ত হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়