শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৯:৫০ সকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৯:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ-পাকিস্তান ‘সেমিফাইনাল’ কাল

স্পোর্টস ডেস্ক : সুপার ফোরে নিজেদের বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে মোস্তাফিজ ঝলকে শেষ ওভারের নাটকীয়তায় আফগানিস্তানকে ৩ রানে হারিয়েছে টাইগাররা। এ জয়ের ফলে বাংলাদেশের ফাইনালে খেলার স্বপ্ন বেশ ভালোভাবেই টিকে আছে। ফাইনালে যাওয়ার পথে টাইগারদের সামনে এখন একমাত্র বাধা পাকিস্তান। সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৩ উইকেটের জয় পাওয়া পাকিস্তান সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে হেরেছে ভারতের বিপক্ষে। সুপার ফোরের প্রথম দুই ম্যাচে জয় পাওয়া ভারত এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছে ফাইনালে অংশগ্রহণ। অন্যদিকে সুপার ফোরের প্রথম দুটি ম্যাচেই হেরে যাওয়ায় আফগানিস্তানের বিদায় নিশ্চিত হয়ে গেছে। আগামীকাল বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচে জয়ী দল ২৮ তারিখ ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দিতা করবে। সে হিসেবে বুধবারের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি পরিণত হয়েছে অঘোষিত সেমিফাইনালে। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে ৫টায়।

হংকংকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপের এবারের আসরে পথচলা শুরু করা পাকিস্তান গ্রুপপর্বের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে হেরেছে। এরপর সুপার ফোরের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারালেও দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে ভারতের বিপক্ষে। অন্যদিকে শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপে পথচলা শুরু করা বাংলাদেশ গ্রুপপর্বের শেষ ম্যাচে আফগানদের বিপক্ষে এবং সুপার ফোরের প্রথম ম্যাচে হেরেছে ভারতের বিপক্ষে। তবে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে আবারো ছন্দে ফিরেছে টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে বুধবারের ম্যাচটি বাংলাদেশের জন্য ২০১২ সালের এশিয়া কাপের ফাইনালে ২ রানে হেরে যাওয়ার প্রতিশোধ নেয়ার মিশন।

বর্তমানে র‌্যাঙ্কিংয়ের পঞ্চমস্থানের দল পাকিস্তান এবং সপ্তমস্থানের দল বাংলাদেশ এখন পর্যন্ত ৩৫টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে। যেখানে পাকিস্তানের ৩১টি জয়ের বিপরীতে টাইগারদের জয় মাত্র ৪টি। অঘোষিত সেমিফাইনালের রূপ পাওয়া ম্যাচটিতে খেলতে নামার আগে স্টিভ রোডসের শিষ্যদের স্বস্তির কারণ হতে পারে পাকিস্তানি বোলারদের ছন্দে না থাকা। ম্যাচটিতে বাংলাদেশ দলে ১টি পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। তামিমের পরিবর্তে লিটনের সঙ্গী হিসেবে গত তিন ম্যাচে ইনিংস ওপেন করতে নামা নাজমুল হোসাইন শান্তর জায়গায় দেখা যেতে পারে সৌম্য সরকারকে।

পাকিস্তান এখন পর্যন্ত দুবার এশিয়া কাপের শিরোপা জিতেছে। অন্যদিকে দুবার ফাইনালে খেললেও শিরোপা জয়ের স্বাদ পায়নি টাইগাররা। তাই শিরোপা জিততে না পারার আক্ষেপ পূরণের পথে আরো একধাপ এগিয়ে যাওয়ার জন্য সরফরাজ আহমেদের দলের বিপক্ষে বুধবারের ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই মাশরাফিদের সামনে। সূত্র: ভোরের কাগজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়