শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৬:৪২ সকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৬:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইজিলাইফ অত্যন্ত আকর্ষণীয় ও যুগোপযোগী ইন্স্যুরেন্স সেবা : অর্থমন্ত্রী

ফয়সাল মেহেদী: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ডিজিটাল অনলাইন লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান ‘ইজিলাইফ’ বর্তমান এবং ভবিষ্যৎ বীমা গ্রাহকদের জন্য একটি অত্যন্ত আকর্ষণীয় ও যুগোপযোগি ইন্স্যুরেন্স সেবা। তিনি বলেন, একটা সময় বীমা খুব একটা আকর্ষণীয় ব্যবসা ছিল না। সবচেয়ে বেশি অভিযোগ ছিল বীমা কোম্পানি গ্রাহকের দাবি পরিশোধ করে না। আইডিআরএর সক্রিয়তায় সেই অভিযোগ কমতে শুরু করেছে। আশা করা যায়, আগামী দুই-তিন বছরের মধ্যে বীমায় কোনো ফাঁকিবাজি থাকবে না।

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড বাংলাদেশে প্রথমবারের মতো নিয়ে এসেছে অনলাইন লাইফ ইন্স্যুরেন্স ‘ইজিলাইফ’। সোমবার রাজধানীর ঢাকা ক্লাবে ইজিলাইফের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

তিনি আরও বলেন, বাংলাদেশের ইন্স্যুরেন্স সেক্টরের উন্নয়নে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো পরিশ্রম করে যাচ্ছে। গার্ডিয়ান লাইফের মতো কিছু প্রগতিশীল কোম্পানির উদ্ভাবনী ধারাবাহিকতা আমাদের আশা জাগায়। বীমা খাতকে ডিজিটাল করা হচ্ছে। এ খাতের সমস্ত কার্যক্রম অনলাইনের আওতায় আনা হবে। এখনও আমরা এ খাতে শতভাগ সফলতা অর্জন করতে পারিনি। তবে আমাদের লক্ষ্য শতভাগ সফলতা।

গার্ডিয়ান লাইফের অন্যতম পৃষ্ঠপোষক ও স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরীর সভাপতিত্বে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি ডিভিশনের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বিশেষ অতিথি ছিলেন আইডিআরএর চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী। এছাড়াও আইডিআরএর সদস্য গকুল চাঁদ দাস, গার্ডিয়ান লাইফের মূখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম এবং প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, সরকার নিজে ব্যবসা করে না, ব্যবসায়ের ক্ষেত্র তৈরি করে। দেশে যে ডিজিটাল বিপ্লব শুরু হয়েছে গার্ডিয়ান লাইফের মাধ্যমে তার ছোয়া আজ ইন্স্যুরেন্স সেক্টরও পেল। প্রযুক্তি আমাদের জীবনটাকে বদলে দিয়েছে। লাইফটাকে ইজি করার জন্য প্রযুক্তিই একমাত্র হাতিয়ার।

আইডিআরএর চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী বলেন, বীমা খাতকে এগিয়ে নিতে, আস্থা সংকট দূর করতে আমরা কাজ করে যাচ্ছি। তপন চৌধুরী বলেন, বর্তমান আইডিআর আর আগের আইডিআর আকাশ-পাতাল ব্যবধান। গার্ডিয়ান লাইফের লক্ষ্য শুধু ব্যবসা নয় বীমা সেক্টরের জন্য কাজও করা।

গার্ডিয়ান লাইফের মূখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম বলেন, ইন্স্যুরেন্স সেক্টরে প্রযুক্তির ছোঁয়া লাগাতে গার্ডিয়ান লাইফ বদ্ধপরিকর। অত্যন্ত আধুনিক এবং নতুন প্রযুক্তির ইন্স্যুরেন্স সেবা ইজিলাইফ। যে কোনো সময় মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে কোনো মেডিকেল টেস্টের ঝামেলা ছাড়াই মাত্র ১৫ মিনিটে ইজিলাইফ পলিসিহোল্ডার হওয়া যায়। এর মাধ্যমে বার্ষিক সর্বনিম্ন ১৮৩৪ টাকায় সর্বোচ্চ ১০ লাখ টাকার কভারেজ পাওয়া যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়