শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০১৮, ০২:১৪ রাত
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০১৮, ০২:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইয়েমেনে গণহত্যা স্বত্বেও সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি করছে জার্মানি

নূর মাজিদ : জার্মান অর্থমন্ত্রী পিটার আলতেমেয়ার সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছেন। ইয়েমেনে সৌদি জোটের যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী কার্যক্রমে সম্পৃক্ততা নিয়ে জাতিসংঘ প্রতিবেদন প্রকাশের পরেই এই অনুমোদন দিল জার্মান সরকার। গত বৃহস্পতিবার জার্মান অর্থমন্ত্রী এই অনুমোদন দেন। জার্মানির ডার স্পিগেল  অনলাইন ম্যাগাজিন জার্মান সরকার যেসব অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে তার একটি তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে রয়েছে সৌদি গোলন্দাজ বাহিনীর জন্য উন্নতমানের কামান, সাঁজোয়া যান এবং আরব আমিরাত ও জর্ডানের জন্য বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। এই সমস্ত অস্ত্রের কোনটিই অপ্রচলিত নয়, বরং যুদ্ধক্ষেত্রের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। ইয়েমেনে সৌদি জোটের প্রচলিত অস্ত্র ব্যবহারেই প্রাণ হারিয়েছেন লাখো সাধারণ মানুষ।

বর্তমানে সৌদি জোটের অংশ হিসেবে এই তিনটি দেশই ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধে লিপ্ত রয়েছে। এই অস্ত্র রপ্তানির সিদ্ধান্ত নিয়ে জার্মানি তার সংবিধানের মানবাধিকার সংক্রান্ত বাধ্যবাধকতাও লঙ্ঘন করেছে। ইতোপূর্বে, জার্মানির সংসদ সদস্যদের বিরোধিতার মুখে ইয়েমেন যুদ্ধে অংশগ্রহণকারী দেশগুলোর কাছে অস্ত্র বিক্রয় স্থগিত করেছিল এঙ্গেলা মের্কেলের সরকার। তবে সাম্প্রতিক ঘোষণার মধ্যে দিয়ে নিজেদের অবস্থান থেকে সরে এলো জার্মান সরকার। তবে তারা চুক্তিটির মোট আর্থিক মূল্য প্রকাশ করেনি।

এদিকে প্রচলিত অস্ত্রের পাশাপাশি আরব আমিরাতের নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলোর জন্য ৯১টি মিসাইল এবং ৪৮টি বিস্ফোরকমুখ বা ওয়ারহেড বিক্রি করছে জার্মানি। আরব আমিরাত যুদ্ধজাহাজ থেকে ইয়েমেনে ক্রমাগত মিসাইল হামলা চালিয়ে আসছে। এছাড়াও তারা দেশটিতে সমুদ্রপথে মানবিক সাহায্য আসার সকল পথ অবরুদ্ধ করে রেখেছে। জাতিসংঘের সর্বশেষ ইয়েমেন বিষয়ক প্রতিবেদনে বলা হয়, বর্তমানে সৌদি জোটের অবরোধের কারণে ইয়েমেনে অর্ধকোটি শিশু তীব্র অনাহার ও অপুষ্টির কারণে মৃত্যুঝুঁকিতে রয়েছে। ডার স্পিগেল/ ফোর্ট রাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়