শিরোনাম

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০১৮, ০২:০৭ রাত
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০১৮, ০২:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজেকে আব্রাহাম লিঙ্কনের সঙ্গে তুলনা করলেন ট্রাম্প

নূর মাজিদ : আমেরিকায় দাসপ্রথা নিষিদ্ধকারি সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের সঙ্গে নিজের তুলনা করেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বৃহস্পতিবার আয়োজিত এক সমাবেশে বক্তৃতাদানকালে তিনি বলেন, গেটিসবার্গ ভাষণ আসলে কি? মূলত, ভুয়া সংবাদকর্মী এবং বুদ্ধিজীবীর দল এই ভাষণের গুরুত্ব বাড়িয়ে লিঙ্কনকে মহান ভূমিকায় উপস্থাপন করেছে।

তিনি সমর্থকদের উদ্দেশ্যে বলেন, আপনারা কি জানেন লিঙ্কন যখন তার সেই বিখ্যাত ভাষণ দেন তখন তিনিও সমালোচনার শিকার হয়েছিলেন? মার্কিন পত্রিকা দ্য হিল জানায়, ট্রাম্প লিঙ্কনের ভাষণের গুরুত্ব বাড়িয়ে দেবার জন্য এসময় ভুয়া সংবাদ পরিবেশনকেই দায়ী করেন। বিশেষত তিনি বলেন, লিঙ্কনের ভাষণের মান ছিল খুবই বাজে।
এসময় ট্রাম্প নিজেকে লিঙ্কনের সঙ্গে তুলনাও করেন। তিনি বলেন, ১৮৬৫ সালে তার মৃত্যুর অন্তত ৫০ বছর পর তার ভাষণ বিখ্যাত হয়েছে। আমার মৃত্যুর পরেও একদিন মানুষ আমাকে নিয়ে ভাববে। এমনকি আমার ভাষণও মহান ভাষণ হিসেবে স্মরণ করবে। তবে তা হবে স¤পূর্ণ অন্যরকম একটি ব্যাপার।

তবে ট্রাম্পের বক্তব্যের সত্যতা চ্যালেঞ্জ করেছেন ওয়াশিংটন ভিত্তিক আইনজীবী ও গবেষক জর্জ কওনয়ে। এক টুইট বার্তায় তিনি লিখেছেন, ট্রাম্পের দাবী সত্য নয়। ১৮৬৩ সালে প্রকাশিত নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় লিঙ্কনের ভাষণকে ইতিবাচক অর্থেই উপস্থাপন করা হয়েছে। আব্রাহাম লিঙ্কন আমেরিকার গৃহযুদ্ধের সবচাইতে রক্তক্ষয়ী সংঘাত গেটিসবার্গ যুদ্ধের পর এই ভাষণ দিয়েছিলেন। তার এই ভাষণকে আমেরিকার ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ভাষণ হিসেবে গণ্য করা হয়। নিউজ উইক

  • সর্বশেষ
  • জনপ্রিয়