শিরোনাম
◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব ◈ তামিম ও রিশাদ ঝড়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০১৮, ১২:৩৩ দুপুর
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০১৮, ১২:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার পদ্মা লাইফের মালিকানায় আসছে এস আলম গ্রুপ

ফয়সাল মেহেদী: এবার পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মালিকানায় আসছে দেশের বহুল আলোচিত শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপ। বীমা কোম্পানিটির ১ কোটি ৭৪ লাখ ১০ হাজার ৯০০টি বা ৪৪ দশমিক ৭৮ শতাংশ শেয়ার প্রতিটি ১০ টাকা দরে কিনে নিচ্ছে শিল্পগ্রুপটি।

জানা গেছে, পদ্মা ইসলামী লাইফের ১৭ উদ্যোক্তা ও পরিচালক এবং একজন শেয়ারহোল্ডারের কাছ থেকে এসব শেয়ার কেনা হচ্ছে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম, সাইফুল আলমের স্ত্রী ফারজানা পারভীন ও ছেলে আহসানুল আলম এবং তাদের মালিকানাধীন প্রতিষ্ঠান এফিনিটি অ্যাসেটস লিমিটেড, ক্রেস্ট হোল্ডিংস লিমিটেড, প্যাভিলিয়ন ইন্টারন্যাশনাল লিমিটেড, ইউনিটেক্স পেট্রোলিয়াম লিমিটেড ও ইউনিটেক্স এলপি গ্যাস লিমিটেডের নামে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি বছরের ১৩ আগস্ট পদ্মা লাইফের চেয়ারম্যান এ এফ এম ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ১৫৪তম পর্ষদ সভায় উদ্যোক্তা ও পরিচালকদের শেয়ার বিক্রির সিদ্ধান্ত হয়। আইন অনুযায়ী শেয়ারবাজারে তালিকাভুক্ত কোনো কোম্পানির উদ্যোক্তা ও পরিচালক তাদের শেয়ার বিক্রি করতে চাইলে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে ঘোষণা দিতে হয়। পদ্মা লাইফ শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানির হওয়ার সত্ত্বেও শেয়ার বিক্রি সংক্রান্ত কোনো ঘোষণা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে প্রকাশ করেননি। সিকিউরিটিজ আইনে যা অবৈধ।

এদিকে আইন অনুযায়ী বীমা দাবি পরিশোধ না করায় ব্যাপক অভিযোগ রয়েছে পদ্মা লাইফের বিরুদ্ধে। অন্যদিকে কোম্পানিটির ২০১২ থোক ২০১৪ সালের আর্থিক ব্যবস্থাপনা খতিয়ে দেখতে বিশেষ নিরীক্ষা চালাতে একনাবিন চার্টার্ড এ্যাকাউন্টসকে নিয়োগ দেয় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। নিরীক্ষার পর পদ্মা লাইফের শত কোটি টাকার আর্থিক অনিয়ম চিহ্নিত করে রিপোর্ট দেয় একনাবিন। যার প্রেক্ষিতে ২০১৬ সালের ১৩ এপ্রিল পদ্মা ইসলামী লাইফকে কারণ দর্শানোর নোটিশ দেয় আইডিআরএ। তবে এসব আর্থিক অনিয়ম ও অভিযোগের কোনো সুরাহা হয়নি বলে জানা গেছে।

শেয়ার বিক্রির বিষয়ে পদ্মা ইসলামী লাইফের চেয়ারম্যান এ এফ এম ওবায়দুর রহমান বলেন, আমরা ব্যবসা ভালো করতে পারিনি। তাই গ্রাহকদের দাবিও ঠিক মতো পরিশোধ করতে পারিনি। এজন্য কোম্পানির যে সম্পদ আছে তা বিক্রি করে গ্রাহকদের দাবি পরিশোধের চেষ্টা করেছি। কিন্তু তাতেও টাকার সংস্থান হয়নি। তাই আমরা গ্রাহকের দাবি পরিশোধের জন্য কোম্পানির শেয়ার বিক্রি করে দিচ্ছি। মালিকানা পরিবর্তন হলেও গ্রাহকের কোনো সমস্যা নেই।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য গকুল চাঁদ দাস বলেন, পদ্মা ইসলামী লাইফের উদ্যোক্তা ও পরিচালকরা শেয়ার বিক্রি-সংক্রান্ত তথ্য আমাদের জানিয়েছেন। তালিকাভুক্ত কোম্পানি হওয়ায় বিএসইসি ও স্টক এক্সচেঞ্জকেও এ তথ্য জানানোর কথা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়