শিরোনাম
◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব ◈ তামিম ও রিশাদ ঝড়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০১৮, ১২:৩১ দুপুর
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০১৮, ১২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ডিএনসির অভিযানে গ্রেফতার ৩৬৫

সুজন কৈরী : মাদক কারবারিদের বিরুদ্ধে দেশব্যাপী বিশেষ ‘ক্র্যাশ বা সাড়াশি অভিযান’ চালিয়ে চারদিনে ৩৬৫ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।

গত ২০ সেপ্টেম্বর থেকে ডিএনসির নেতৃত্বে ডিএমপি, গোয়েন্দা পুলিশ, সিটিটিসি এবং এপিবিএনের সহায়তায় এই অভিযান শুরু হয়। গত ২৩ সেপ্টম্বর পর্যন্ত দেশব্যাপী ১ হাজার ৪২৩টি অভিযান চালিয়ে বিভন্ন থানায় ৩২৯টি মামলা দায়ের করেছে ডিএনসি।

ডিএনসি জানায়, ২০ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত চারদিনের অভিযানে ৪৫ হাজার ১১২পিস ইয়াবা, ৩৫ কেজি গাঁজা, ১৪১ বোতল বিদেশি মদ, ১৭৫ বোতল ফেন্সিডিল, ১৬৮ গ্রাম হেরোইন, ৪১ হাজার জাওয়া বা ওয়াস, ৫১৪ লিটার চোলাই মদ, ৬১৫ লিটার ডিনেচার্ড স্পিরিট, ৫০ এ্যাম্পুল ইনজেকটিং ড্রাগ, ১৩৭ বোতল এনার্জি ড্রিংক্সসহ অন্যান্য মাদক ও ৬৬ হাজার ৫শ’ টাকা জব্দ করা হয়েছে।

ডিএনসি বলছে, অভিযানকালে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীরা আত্মগোপনে বা পালিয়ে যাওয়ায় গ্রেতারের সংখ্যা কম। তবে মাদক ব্যবসায়ীদের মধ্যে একটা আতঙ্ক তৈরির পাশাপাশি মাদক ব্যবসায়ীদের একটি ম্যাসেজ দেয়া হয়েছে যে, মাদক ব্যবসা করে পার পাওয়া যাবেনা।

ঢাকা মেট্রো উপ-অঞ্চলের উত্তর বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ খোরশেদ আলম জানান, দেশব্যাপী ১৫ দিনের মাদকবিরোধী ক্র্যাশ প্রোগ্রামের অংশ হিসেবে এই অভিযান চলছে। ডিএনসির তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট সহায়তা করছে। দুই পর্যায়ে সাড়াশি অভিযানটি চালানো হবে। প্রথম পর্যায়ে ৭দিন চলবে। এরপর আবার দ্বিতীয় পর্যায়ে আরো ৭দিন অভিযান চালানো হবে। তবে তার দিনক্ষণ এখনো ঠিক হয়নি।

ডিএনসি বলছে, সারা দেশে ৩ হাজারেরও বেশি মাদক স্পট এবং ৩ হাজার ১২০ জন মাদক কারবারির তালিকা ধরে অভিযান শুরু হয়েছে। প্রত্যেকের বাসা ও স্পটে অভিযান চালানো হচ্ছে। ডিএনসির ছয়টি গোয়েন্দা ইউনিটের নেতৃত্বে একযোগে দেশের বিভিন্ন জেলায় অভিযান চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়