শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০১৮, ১১:৫২ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০১৮, ১১:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘জাতীয় ঐক্যের মাধ্যমেই বিজয় আসবে’

নিজস্ব প্রতিবেদক : ড. কামাল হোসেনের নেতৃত্বে বিএনপিসহ সরকারবিরোধী দলগুলো নিয়ে জাতীয় ঐক্যের যে ঘোষণা এসেছে তাতে সরকার ভয়ে আছে বলে মনে করেন বিএনপির নেতাকর্মীরা। তারা বলছেন, জনগণকে মোকাবেলা করার মানসিক শক্তি ও সাহস তাদের নেই। এজন্য সরকার আবোল-তাবোল বলছে।

এবিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, দেশের জনগণের চলাফেরার স্বাধীনতা নেই৷ তাই তারা দিশেহারা৷ দেশের জনগণ সুশাসন দেখতে চায়, একটি নিরাপদ ও স্থিতিশীল সমাজ নিশ্চিত করতে চায়৷ কার্যকর গণতন্ত্র ও আইনের নিরপেক্ষ প্রয়োগের মাধ্যমে সুশাসন দেখতে চায়৷

সাবেক আইনমন্ত্রী আরো বলেন, জনগণ সব ক্ষমতার মালিক৷ কিন্তু আজকে দেশের মানুষের ভোটের অধিকার, মানবাধিকার, সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত৷ এসব অধিকার ফিরে পেতে হলে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে৷

বিএনপির আরেক নেতা ড.রফিকুল ইসলাম হিলালী বলেন, জাতীয় ঐক্য সফল হবে৷ আমাদের এমনভাবে সেফগার্ড তৈরি করতে হবে যাতে ভবিষ্যতে এ ধরনের সরকার আর না আসতে পারে৷

তিনি বলেন, এই ঐক্যের মাধ্যমেই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে এবং বিজয় আসবে৷

ড. রফিক হিলালী বলেন, শুধু জনগণ নয়, বন্ধুরাষ্ট্রগুলো আমাদের দেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। আর খালেদা জিয়ার অংশগ্রহণ ছাড়া দেশে অংশগ্রহনমূলক নির্বাচন হবে না এটা প্রমাণিত।

জানতে চাইলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. তারেক শামসুর রহমান বলেন, নির্বাচনের আগে এই ধরনের ঐক্য প্রক্রিয়া একটি উল্লেখযোগ্য রাজনৈতিক অগ্রগতি। তবে শেষ পর্যন্ত কোন ইস্যুতে ঐক্য হবে তা এখনো স্পষ্ট নয়৷

  • সর্বশেষ
  • জনপ্রিয়