শিরোনাম

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০১৮, ১০:৫২ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০১৮, ১০:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিএমপির ট্রাফিক অভিযানে একদিনে প্রায় ৯ হাজার মামলা

সুজন কৈরী: রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। অভিযানকালে ৮ হাজার ৮৭২টি মামলা দায়ের করা হয়েছে। জরিমানা করা হয়েছে ৪০ লাখ ৮৯ হাজার ৯৮৫ টাকা। ডাম্পিং করা হয়েছে ৩২টি ও রেকার করা হয়েছে ১ হাজার ৯৫টি গাড়ি।

রোববার দিনভরের অভিযানে এসব মামলা ও জরিমানা করা হয়।

ট্রাফিক বিভাগ সূত্র জানায়, অভিযানকালে ট্রাফিক আইন ভঙ্গ করায় ৩ হাজার ১৩৬টি মোটরসাইকেলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ আটক করা হয়েছে ১৬৫টি মোটরসাইকেল।

এছাড়া হাড্রোলিক হর্ণ ব্যবহার করায় ১৯৪টি হুটার, বিকনলাইট ব্যবহার করায় ৯টি গাড়ি ও মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোয় ২০টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। গাড়ি চালানোর সময় মোবাইল বা এয়ারফোন ব্যবহার করায় ৩২ জন চালকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।

অপরদিকে উল্টো পথে গাড়ি চালানোর অপরাধে ৮২৯টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়