শিরোনাম
◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব ◈ তামিম ও রিশাদ ঝড়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০১৮, ১০:৪০ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০১৮, ১০:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জনবিচ্ছিন্ন নেতাদের নিয়ে ভাবনার কিছু নেই : মাহবুবুল আলম হানিফ

অপু খান : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বিবিসি বাংলাকে বলেছেন, জনবিচ্ছিন্ন নেতাদের নিয়ে ভাবনার কিছু নেই, নামসর্বস্ব এখন এক শ ব্যক্তি নিয়ে এক শ দল হলে তাদের ঐক্যর বৃহত্তর বা ক্ষুদ্রের কি গুরুত্ব আছে?

সরকারবিরোধী বৃহত্তর রাজনৈতিক জোট গঠনের লক্ষ্যে ড. কামাল হোসেনের নেতৃত্বে প্রথম প্রকাশ্য সমাবেশে বিএনপি সিনিয়র নেতাদের যোগ দেয়া প্রসঙ্গে মাহবুবুল আলম হানিফ বলেন, বিদেশিদের কাছে ধর্না দিয়ে ব্যর্থ হয়ে নতুন জোট করেছে বিএনপি। বিএনপি যাদের নিয়ে জোট করল তারা জনগণ থেকে বিচ্ছিন্ন প্রত্যাখিত।
তিনি বলেন, যারা জনগণ থেকে বিচ্ছিন্ন তারা ষড়যন্ত্র করে। বিএনপি অনেক চেষ্টা করেও জনসম্পৃক্ততা না থাকায় দাবি করতে পারেনি এবং সেভাবে আন্দোলনও করতে পারেননি।

হানিফ অভিযোগ করে বলেন, বিএনপির শীর্ষ নেতারা দুর্নীতির দায়ে আদালতের রায়ে দ-িত হয়ে কারাগারসহ বিদেশে পলাতক থাকায় রাজনৈতিকভাবে তারা হতাশাগ্রস্ত এবং তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়বে।

আওয়ামী লীগের এই নেতা এরশাদের ১৯৮৮ সালের সময় টেনে এনে বলেন, এরশাদ সাহেব ৭২ দলের জোট করে সে দলের নেতা ছিলেন। ৭২ দলের যে জোট ছিল সে ৭২টি দলের নামও তিনি বলতে পারেননি সুতরাং এ জোট নিয়ে আওয়ামী লীগ চিন্তিত নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়