শিরোনাম
◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০১৮, ১০:৩১ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০১৮, ১০:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিডিপি প্রবৃদ্ধি বাড়লেও বাড়ছে না কর্মসংস্থান

সাজিয়া আক্তার : বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় এখন ১ হাজার ৭৫১ ডলার। অর্থাৎ টাকার হিসেবে বাংলাদেশের একজন মানুষ বছরে গড়ে আয় করেন ১ লাখ ৪৩ হাজার ৭৮৯ টাকা। উন্নয়নশীল দেশের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা একটি দেশের জন্য যা সন্তোষজনক।  সুত্র : ডিবিসি টেলিভিশন

কিন্তু মোট আয়কে জনসংখ্যা দিয়ে ভাগ দিয়ে মাথাপিছু আয়ের এমন সরল হিসাবে সন্তুষ্ট নন অর্থনীতিবিদরা।

টানা ৩ অর্থবছর ৭ শতাংশেরও বেশি হারে প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশ। বাড়ছে মাথাপিছু আয়ও। তবে কর্মসংস্থানের প্রবৃদ্ধি বাড়ছে না। আবার প্রকট হচ্ছে ধনী-গরীবের আয় ও সম্পদ বৈষম্যও। তাই জিডিপির হিসাব নিয়ে প্রশ্ন থেকেই যায়।

কৃষি, শিল্প আর সেবাখাতের উৎপাদনকে যোগ করে বের করা জিডিপি বাড়তে পারে অনুপাৎদনশীল কারণেও। রাস্তা বারবার খোড়া আর নির্মাণ, প্রকল্প বাস্তবায়নে ধীরগতিতে ব্যয় বেড়ে যাওয়া, ঘুষ, দুর্নীতিও বাড়িয়ে দেয় জিডিপির পরিমাণ। তাই অসন্তুষ্টি আছে জিডিপি নিয়েও।

সাধারণত জিডিপি বাড়লে কর্মসংস্থানে তার প্রভাব পড়ার কথা। কিন্তু বাংলাদেশে তার উল্টোটা হয়েছে। ২০০০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ৫ ঘর ডিঙ্গিয়ে ৭ এর ঘরে পৌঁছেছে জিডিপি প্রবৃদ্ধি। আর কর্মসংস্থান তৈরির গতি কমে সাড়ে ৩ শতাংশ থেকে কমে নেমেছে ২ শতাংশেরও নিচে।

অর্থনীতিবিদ ড. ওয়াহিদ উদ্দীন মাহমুদ জানান, আমাদের দেশে স্বাভাবিক বাজার অর্থনীতির যে প্রবণতা অর্থনৈতিক বাজার বৈষম্য তৈরির, সেটা শোধরানোর কোনো উপায় নেই দূর্বল কর ব্যবস্থার জন্য। দূর্বল অর্থনীতির কারণে এই সম্পদ এবং আয় পুনর্বন্টনের কোন সুযোগ সুবিধা নেই।

তাই টেকসই উন্নয়নে সুশাসন নিশ্চিত করাকেই গুরুত্ব দিচ্ছেন অর্থনীতিবিদরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়