শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০১৮, ১০:২৪ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০১৮, ১০:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বাধীনতাপন্থি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করল হংকং

সাইদুর রহমান: সাবেক ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীন হতে হংকংয়ে সক্রিয় ন্যাশনাল পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করেছে হংকং কর্তৃপক্ষ। ১৯৯৭ সাল থেকে চীনের সাথে যুক্ত হওয়ার পর এই প্রথমবারের মত কোন রাজনৈতিক দল নিষিদ্ধ করা হলো।

সাবেক ব্রিটিশ উপনিবেশটির আইন সম্বলিত সংবিধান মোতাবেক, দক্ষিণ চীনের আধা সায়ত্ত্বশাসিত অঞ্চলে সব ধরণের স্বাধীনতা বজায় থাকবে। কিন্তু চীন সবসময় হংকংয়ের ওপর প্রভাব বিস্তার করে আসছে।

চলতি বছরের জুলাইয়ে হংকং ন্যাশনালিস্ট পার্টিকে (এইচকেএনপি) নিষিদ্ধের দাবি করে হংকং পুলিশ। দলটি চীন থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন ভিয়েতনাম প্রতিষ্ঠার পক্ষে রাজনীতি করে। দলটিতে সক্রিয় সদস্যের সংখ্যা মাত্র ১০জন। কিন্তু সংগঠনের সদস্যদের স্বাধীনতার জোরালো দাবির কারণে দলটি খুবই প্রসিদ্ধি লাভ করে।
এদিকে এ নিষিদ্ধ ঘোষণার তীব্র নিন্দা জানিয়েছে বিভিন্ন মানবাধিকারসহ ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়। মত স্বাধীনতার প্রতি সম্মান জানানোর আহ্বান জানানো হয়।
তবে হংকং কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণ সরকার এবং জাতীয় নিরাপত্তার কারণে কোন সংগঠন নিষিদ্ধের আইন মোতাবেকই ন্যাশনাল পার্টিকে নিষিদ্ধ করা হয়েছে।
হংকংয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত নিরাপত্তা মন্ত্রী এক বিবৃতিতে জানান হয়, আমি হংকং ন্যাশনাল পার্টির চলমান ও ভবিষ্যত কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করছি’। তবে দলটির নেতা অ্যান্ডি চান তাৎক্ষনিক কোনো প্রতিক্রিয়া জানাতে অস্বীকৃতি জানিয়েছেন।

উল্লেখ্য, ১৯৯৭ সালে ‘এক রাষ্ট্র দুই নীতি’ এই মূলনীতির ভিত্তিতে হংকংকে চীনের কাছে হস্তান্তর করে ব্রিটেন। মূলনীতির ভিত্তিতে পঞ্চাশ বছরের জন্য সব ধরণের ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত করা হয়। সাম্প্রতি বেইজিংয়ের কাছে রাজনৈতিক মূলনীতি সংশোধন করতে না পারা এবং গণতন্ত্র ব্যর্থ হওয়ায় ভিন্ন ধরণের মুভমেন্ট তৈরী হয়। এছাড়া গণমাধ্যম শিক্ষাখাতে বেইজিংয়ের ব্যাপক নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে।  সূত্র: এএফপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়