শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০১৮, ১০:১৭ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০১৮, ১০:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাঙ্গলকোটে গ্রাম্য সর্দারের ওয়াল বাচাঁতে বৃদ্ধার দোকান ভাংচুর

শরীফ আহম্মেদ মজু, নাঙ্গলকোট: কুমিল্লার নাঙ্গলকোটে এক গ্রাম্য সর্দারের নিজ বাড়ির ওয়াল বাচাঁনোর জন্য আলী মিয়া নামের এক বৃদ্ধার দোকান ঘর ভাংচুর করে জায়গা দখল করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার উপজেলার রায়কোট দক্ষিণ ইউপির পশ্চিম বামপাড়া গ্রামের উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঝাটিয়াপাড়া রাস্তা থেকে পশ্চিম বামপাড়া হয়ে মালিপাড়া পর্যন্ত এ রাস্তাটি। পশ্চিম বামপাড়া গ্রামের হাবিবুল্লাহ তার বাড়ির ওয়াল বাঁচানোর জন্য কাঁচা রাস্তা স্থানে বাড়ির পাশে একই গ্রামের গ্রামের মৃত. কালা মিয়ার ছেলে আলী মিয়া নিজ জায়গার উপর দীর্ঘ বিশ বছর ধরে দু’টি মুদি দোকান করে আসছিল।

রাস্তাটি প্রশস্থ করার অযুহাতে গ্রাম্য সর্দার হাবিবুল্লাহ তার নিজ বাড়ির ওয়াল বাচাঁনোর জন্য সোমবার সকালে ১০-১৫ জনের একটি গ্রুপ দেশীয় অস্ত্র-সস্ত্র দিয়ে আলী মিয়ার ওই দোকান ঘর ভাংচুর করে মাটি কেঁটে নিয়ে জায়গা দখল করে।

এ বিষয়ে আলী মিয়া জানান, ক্রয়কৃত জায়গার উপর দীর্ঘ বিশ বছর যাবত দোকান ঘর নির্মাণ করে ব্যবসা করে আসছি। সোমবার সকালে হাবিবুল্লাহ, তার ছেলে আনোয়ার, জসিম, নাজিম ও মনুমিয়ার ছেলে রেজাউল হক গংরা আমার দোকান ঘর ভাংচুর করে জায়গা দখল করে নেয়।

এ ঘটনার অভিযুক্ত হাবিবুল্লাহর সাথে যোগাযোগ করার জন্য তার বাড়িতে গেলেও তাকে পাওয়া যায়নি। এ ঘটনার আরেক অভিযুক্ত রেজাউল হক বলেন, বিষয়টি নিয়ে ইউপি পরিষদ কার্যলয়ে শালিস বৈঠকের মাধ্যমে মিমাংশার প্রক্রিয়া চলছে।

ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান মজিব জানান, আমি মন্ত্রীর পোগ্রাম নিয়ে ব্যস্থ আছি। পরে জানাবো।

এ ব্যাপারে নাঙ্গলকোট থানার ওসি নজরুল ইসলাম পিপিএম জানান, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়