শিরোনাম
◈ তিন মাসের মধ্যে সালাম মুর্শেদিকে বাড়ি ছাড়তে হবে: হাইকোর্ট  ◈ সরকারের হাত থেকে রক্ষা পেতে জনগণকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে: বিএনপি ◈ সরকারের ফাঁদে পা দেইনি, দল ছাড়িনি, ভোটেও যাইনি: মেজর হাফিজ ◈ আমার একটাই চাওয়া স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া: স্বাস্থ্যমন্ত্রী ◈ জিম্মি জাহাজ উদ্ধারে অভিযান নয়, আলোচনা চায় মালিকপক্ষ ◈ বিএনপিকে আমরা কেন ভাঙতে যাবো, প্রশ্ন ওবায়দুল কাদেরের  ◈ হলমার্ক মামলায় তানভীর-জেসমিনসহ ৯ জনের যাবজ্জীবন ◈ ভোরে গাজায় ইসরায়েলি বিমান হামলা, নিহত ২০ ◈ রাখাইনে আরো একটি শহর দখল করেছে আরাকান আর্মি ◈ রেস্তোরাঁ মালিক সমিতির অভিযোগ, দেশে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রাজউক

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০১৮, ০৯:৫২ সকাল
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০১৮, ০৯:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিনহার দুর্নীতি বিষয়ে তথ্য প্রমাণ ছাড়া মামলা হবে না: দুদক চেয়ারম্যান

জান্নাতুল ফেরদৌসী: সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার দুর্নীতির বিষয়ে তথ্য প্রমাণ ছাড়া কারো কথায় মামলা হবে না বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, এস কে সিনহার বিরুদ্ধে দালিলিক প্রমাণ পেলেই ব্যবস্থা নেয়া হবে। বেসিক ব্যাংকের দুই ব্যক্তিকে চার কোটি টাকা ঋণ দেওয়ার বিষয় নিয়ে অনুসন্ধার দুদকের চলছে।

এসকে সিনহা এই ঋণ কেলেঙ্কারির সঙ্গে জড়িত আছেন কিনা এমন প্রশ্নের জাবাবে তিনি বলেন,‘এটা অনেক বড় বিষয়। এ নিয়ে আমাদের বিব্রত না করাই ভালো।’

এই টাকা এসকে সিনহার অ্যাকাউন্টে গিয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, ‘প্রমাণ ছাড়া আমরা কোনও মামলা করবো না। দালিলিক প্রমাণ পেলে আমারা ব্যবস্থা গ্রহণ করবো।

উল্লেখ্য, গতকাল বিকেলে নারায়ণগঞ্জের চাঁদমারী এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী সমিতির কার্যকরি কমিটির অভিষেক ও ডিজিটাল বার ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় আইনমন্ত্রী সাবেক বিচারপতি এসকে সিনহাকে দুর্নীতিবাজ বলে অভিহিত করেন। সূত্র: ডিবিসি নিউজ টিভি, বাংলাট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়