শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:৪০ সকাল
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হল বাঁচাতে ভালো গল্পের ছবির বিকল্প নেই: শাকিব খান

বিনোদন প্রতিবেদক: গত রোববার তথ্য মন্ত্রণালয়ের অনুমতি পায় কলকাতা থেকে আমদানি করা ছবি 'নাকাব'। ছবিটি ভারতে মুক্তি পেয়েছে গত শুক্রবার। ছবিটি একইদিনে বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা ছিল বাংলাদেশে। কিন্তু মন্ত্রণালয়ের সবুজ সংকেত না পাওয়ায় সেন্সরবোর্ডের ঘাট টপকাতে পারেনি ছবিটি। তবে ছবিটি দ্রুতই সেন্সর বোর্ডে যাচ্ছে বলে জানিয়েছে ছবিটির আমদানিকারক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

বিষয়টি নিয়ে শাকিব গণমাধ্যমকে জানান, ‘আমি বুঝতে পারছি না, আমার ছবির মুক্তির সময় এত সমস্যা কেনো সৃষ্টি হয়। কলকাতার অন্য শিল্পীদের ছবি আমাদের দেশে মুক্তি পাচ্ছে কোনো না কোনো সপ্তাহে আর আমার ছবির ক্ষেত্রেই এই সমস্যা হচ্ছে।’

শাকিব খান আরো বলেন, ‘আমি সবসময় চাই দর্শকরা ভালো গল্পের সিনেমা দেখুক। হল মালিকরা লাভবান হোক। কিন্তু আমার ছবি নিয়ে এত ঝামেলা হলে সকলেই ক্ষতিগ্রস্ত হয়। এই সমস্যা থেকে আমাদের বের হয়ে আসতে হবে।'

বিনিময় চুক্তিতে শাকিব খান অভিনীত কলতার 'নাকাব' সিনেমাটি বাংলাদেশে প্রদর্শিত হবে। আর কলকাতায় বাংলাদেশের 'পাষাণ' ছবিটি প্রদর্শিত হবে। 'নাকাব ছবিটি ২৮ সেপ্টেম্বর মুক্তি পাবে বলে জানিয়েছেন আমদানিকারক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

এ বিষয়ে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন,' আমরা তথ্য মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছি। ছবিটি মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছি। ছবিটির নেওয়ার জন্য হল মালিকরা অনেক দিন ধরেই অপেক্ষা করছেন। আমরা ২৮ তারিখ ছবিটি মুক্তি দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি।'

গত শুক্রবার ছবিটি ভারতে ৮৪ টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।‘নাকাব’ ছবিটি প্রযোজনা করেছে কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার দুই নায়িকা নুসরাত ও সায়ন্তিকা। রাজীব বিশ্বাস পরিচালিত ‘নাকাব’-এ শাকিব খান অভিনয় করেছেন দ্বৈত চরিত্রে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়