শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:৪৭ সকাল
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার সুঁইযুক্ত স্ট্রবেরি আতংকে নিউজিল্যান্ড!

সান্দ্রা নন্দিনী: অস্ট্রেলিয়ার পর এবার নিউজিল্যান্ডেও স্ট্রবেরির বাক্সে সুঁই পাওয়া গেছে। অকল্যান্ডে সুপারমার্কেট চেইন ‘কাউন্টডাউন’র একটি শোরুমে অস্ট্রেলিয়া থেকে আমদানি করা স্ট্রবেরিবক্সে সুঁই পাওয়ায় সেখানের সব স্ট্রবেরি সরিয়ে নিয়েছে শোরুম কর্তৃপক্ষ।

গত সপ্তাহে নিউজিল্যান্ড জুড়ে কাউন্টডাউনের দোকানগুলোতে অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় রাজ্য থেকে আসা স্ট্রবেরিগুলো বিক্রি হয়।

যদিও এখনপর্যন্ত নিউজিল্যান্ডে স্ট্রবেরি খেয়ে কোনো মানুষ অসুস্থ বা আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। তবু অস্ট্রেলিয়া থেকে আমদানি করা যেকোনো ব্র্যান্ডের স্ট্রবেরি খাওয়ার আগে অবশ্যই কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে কাউন্টডাউন কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত সপ্তাহে অস্ট্রেলিয়ার ছয়টিরও বেশি প্রদেশের স্ট্রবেরির ভেতর সুঁই পাওয়া যায়। যা নিয়ে শতাধিক অভিযোগ দায়েরের পর অস্ট্রেলিয়া সরকার এর পেছনে দায়ীদের খুঁজে বের করতে তদন্তের নির্দেশ দিয়েছে। এবিষয়ে তথ্য দিতে পারলে এক লাখ অস্ট্রেলীয় ডলার পুরস্কারও ঘোষণা করা হয়েছে। এছাড়া, গত সপ্তাহে অস্ট্রেলিয়ায় ফলে দূষিত বস্তু মিশিয়ে মানুষের জীবন হুমকির মুখে ফেলার সর্বোচ্চ শাস্তি ১০ বছর থেকে বাড়িয়ে ১৫ বছর করেছে সরকার।

এদিকে, মৌসুমের চূড়ান্ত সময়ে সুঁই কেলেঙ্কারির কারণে অস্ট্রেলিয়ায় স্ট্রবেরির দাম অনেক কমে গেছে। লাখ লাখ টন স্ট্রবেরি নষ্ট করে ফেলা হয়েছে। এমনকি খামারিদের উৎপাদন খরচই উঠছে না কোথাও কোথাও। সিএনএন

  • সর্বশেষ
  • জনপ্রিয়