শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০১৮, ০৬:৫৯ সকাল
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০১৮, ০৬:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আলীকদমে সংরক্ষিত বনাঞ্চল থেকে পাথর উত্তোলনের সময় আটক ১১জন।

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি : বান্দরবানের আলীকদম উপজেলার সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে পাথর উত্তোলনকালে ১১জন শ্রমিককে আটক করেছে যৌথ বাহিনী। উপজেলার কুরুকপাতা ইউনিয়নের সংরক্ষিত মাতামুহুরী বনাঞ্চলের কচুরছড়া এলাকা থেকে রবিবার বিকালে তাদেরকে আটক করা হয়। আটকরা হলো- আব্দুল হাকিম (২১), মো. বেলাল (১৯), রুহুল আমিন (৫০), কামাল হোসেন (৩০), মিরাজ (২২), সাইফুল (২৫), আরাফাত (১৯), সেলিম (৪৫), করিম (৩৩), জকির (৩৫) ও ইসমাইল (২২)। আটকরা উপজেলার পাথর ব্যবসায়ী মো. কালাম ও ইলিয়াছ সওদাগরের শ্রমিক বলে জানা গেছে।

সূত্র জানায়, মাতামুহুরী সংরক্ষিত বনাঞ্চল থেকে কিছু অসাধু পাথর ব্যবসায়ী অবৈধভাবে পাথর উত্তোলন করছে; এমন সংবাদের ভিত্তিতে আলীকদম থানা পুলিশ, লামা বন বিভাগ ও সেনাবাহিনীর সদস্যরা রবিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত বনাঞ্চলের কচুরছড়া এলাকায় অভিযান চালায়। এসময় পাথর উত্তোলনকালে হাতেনাতে ১১জন শ্রমিককে আটক করা হয়।

স্থানীয়রা অভিযোগ করে জানায়, দীর্ঘদিন ধরে স্থানীয় ১৬-১৭ জন অসাধু পাথর ব্যবসায়ী প্রশাসনকে তোয়াক্কা না করে প্রায় ২ শতাধিক শ্রমিক দিয়ে মাতামুহুরী সংরক্ষিত বনাঞ্চল থেকে গায়ের জোরে বিরামহীনভাবে পাথর উত্তোলন করে আসছে। এতে করে দেশের সর্ববৃহৎ মাতামুহুরী সংরক্ষিত বনাঞ্চল তার নিজস্ব সৌন্দর্য হারানোর পাশাপাশি পরিবেশেরও ক্ষতি হচ্ছে।

অবৈধভাবে সংরক্ষিত বনাঞ্চল থেকে পাথর উত্তোলনকালে ১১ শ্রমিক আটকের সত্যতা নিশ্চিত করে আলীকদম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিক উল্লাহ বলেন, আটকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ বিষয়ে লামা বিভাগীয় বন কর্মকর্তা কামাল উদ্দিন আহমেদ জানান, সংরক্ষিত বনাঞ্চল থেকে যেন কেউ পাথর উত্তোলন করতে না পারে, সে জন্য অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়