শিরোনাম
◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০১৮, ০৬:২৬ সকাল
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০১৮, ০৬:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় নির্বাচনকে ঘিরে প্রহরীর ভূমিকায় তিতুমীর কলেজ ছাত্রলীগ

সাব্বির আহমেদ : আগামী ডিসেম্বর-জানুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে সতর্ক অবস্থানে রয়েছে রাজধানীর সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগ। নেতারা বলেছেন, যেকোনো ধরনের অরাজকতা ও বিশৃঙ্খলতা ঠেকাতে ২৪ ঘণ্টা প্রহরীর ভূমিকায় থাকবে তারা এবং নির্বাচনকে ঘিরে এখন থেকেই প্রস্তুত হচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

সোমবার এক সাক্ষাতকারে এই প্রতিবেদককে তিতুমীর কলেজ শা্খা ছাত্রলীগের অবস্থানের কথা জানান কলেজের ছাত্রলীগ সভাপতি মো.রিপন মিয়া ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল।

সভাপতি রিপন মিয়া বলেন, আমরা এখন থেকেই নির্বাচনকেন্দ্রীক প্রস্তুতি নিচ্ছি। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করবে তিতুমীর কলেজ ছাত্রলীগ। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অরাজকতা চোখে পড়লে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে।

চলতি বছরের প্রথম দিকে সরকারি তিতুমীর কলেজে ৩২ সদস্যদের একটি কমিটি দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। তখন কেন্দ্রীয় সভাপতি ছিলেন সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন। কমিটির ঘোষণার পর এ পর্যন্ত বড় কোনো সংঘাতের ঘটনা ঘটেনি তিতুমীর কলেজে।

সভাপতি রিপন মিয়া আরো বলেন, ছাত্রলীগ সবসময় অহিংস রাজনীতি করে। এটি অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী একটি ছাত্র সংগঠন। মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের  স্বার্বভৌমত্বে বিশ্বাসী সকল ছাত্র সংগঠনের সহবস্থানে আমাদের আপত্তি নেই, যদি তারা ক্যাম্পাসে কোনো ধরনের সহিংসতা না করে। ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করতে চায় এমন কাউকে ছাত্রলীগ কখনোই ছাড় দেবে না।

সাধারণ সম্পাদক জুয়েল মোড়ল বলেন, আগামী নির্বাচনের আগেই কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি হতে পারে।

তিনি বলেন, কলেজ ছাত্রলীগ শুধু রাজনীতিই করে না, ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে অনেক সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড চালাচ্ছে। বৃক্ষরোপণ থেকে শুরু করে ক্যাম্পাস ও তার আশপাশে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে। এছাড়া সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী লিফলেট সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বিলি করছে। সচেতনতামূলক নানা কর্মকাণ্ডের মাধ্যমে আমরা সাধারণ শিক্ষার্থীদের সম্পৃক্ত করছি।

কলেজ ক্যাম্পাসে শান্তি বিরাজ করছে জানিয়ে সাধারণ সম্পাদক বলেন, আমরা কলেজে এই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে চাই। এই পরিবেশ ধরে রাখতে যে কেউ আমাদের সহযোগিতা করতে চাইলে তাদের স্বাগত জানাই। তবে এর সুযোগে নিয়ে কেউ অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে ছাত্রলীগ বিন্দুমাত্র ছাড় দেবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়