শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০১৮, ০৫:৪৬ সকাল
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০১৮, ০৫:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৃত সরকারি কর্মকর্তাদের গাড়ির ঋণ মওকুফের উদ্যোগ

সোহেল রহমান : সরকারি ঋণ সুবিধায় গাড়ি কেনার পর কোন কর্মকর্তা মারা গেলে তার ব্যাংক ঋণ ও সুদ মওকুফের প্রস্তাব করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ইতোমধ্যে এ-সংক্রান্ত গেজেটের একটি খসড়া অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। গাড়ি কেনার ঋণ গ্রহণের পর প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তরের সাবেক পরিচালক রণজিৎ চন্দ্র সম্প্রতি প্রয়াত হওয়ার প্রেক্ষিতে সরকার এ উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।

খসড়া গেজেটে বলা হয়েছে, মন্ত্রণালয়ে কর্মরত অবস্থায় ইতোপূর্বে যেসব কর্মকর্তা ঋণ পরিশোধ না করে মারা গেছেন, তাদের পরিবারের পক্ষ থেকে ব্যাংক ঋণ ও সুদ মওকুফের জন্য আবেদন করতে হবে। অর্থ বিভাগ কর্তৃক গঠিত কমিটি বরাবর এ আবেদন করতে হবে। পরে ওই কমিটি তাদের ব্যাংক ঋণ ও সুদ মওকুফের বিষয়ে সিদ্ধান্ত নেবে। প্রয়তি রণজিৎ চন্দ্রের ব্যাংক ঋণ ও সুদ মওকুফের প্রস্তাবটি ইতোমধ্যেই অর্থ বিভাগের কমিটিতে পাঠানো হয়েছে বলে জানা গেছে। বর্তমানে সুদাসলে তার মোট দেনা দাঁড়িয়েছে ২৪ লাখ ৫৮ হাজার ৫৩০ টাকা।

উল্লেখ্য, গত বছর জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা এককালীন সুদমুক্ত ৩০ লাখ টাকা ঋণ পাবেন। পরবর্তীতে ২০১৮ সালে আরেকটি গেজেটে বলা হয়, সরকারের উপসচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিব, সচিব ও সিনিয়র সচিব ছাড়াও বিসিএস (ইকনোমিক) ক্যাডারের যুগ্ম প্রধান বা এর উপরের কর্মকর্তা এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্ম প্রধান (ড্রাফটিং) থেকে এর উপরের কর্মকর্তারা গাড়ি কেনার জন্য ঋণ সুবিধা পাবেন। তবে এসব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তারা এ সুবিধা পাবেন না। ওই গেজেটে আরও বলা হয়, সরকারের অনুমতি ছাড়া ঋণের টাকায় কেনা গাড়ি কেউ বিক্রি করতে পারবেন না। এছাড়া ঠিকমতো কিস্তি পরিশোধ না করলে আসলের সাথে ১৫ শতাংশ হারে সুদ যোগ হবে। কর্মকর্তারা সম-পরিমাণ ১২০টি কিস্তিতে সুদ বিহীন এ ঋণ পরিশোধ করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়