শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০১৮, ০২:১৮ রাত
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০১৮, ০২:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় ঐক্যকে চ্যালেঞ্জ মনে করছে না আওয়ামী লীগ

জিয়াউদ্দিন রাজু : জোট গঠনের রাজনীতিকে ইতিবাচক হিসাবে নিলেও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্য প্রক্রিয়ার শুরুতেই ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সমাবেশে বিএনপি নেতাদের উপস্থিতি ও সমাবেশে খালেদা জিয়ার মুক্তির দাবি বিষয়টি  উঠে আশায় প্রশ্ন তুলছেন ক্ষমতাসীন দলের নেতারা। তারা মনে করছে, আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই এই জাতীয় ঐক্য গড়ে উঠেছে। গত শনিবার বিকেলে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে অনুষ্ঠিত জাতীয় ঐক্য সমাবেশের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের নেতারা এসব কথা বলেন।

এবিষয়ে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য লে, কর্ণেল (অব), ফারুক খান বলেন, জোট গঠন প্রক্রিয়াকে ইতিবাচকভাবেই দেখে আসছিল আওয়ামী লীগ। তবে জাতীয় ঐক্য প্রক্রিয়ার সমাবেশে বিএনপির নেতাদের উপস্থিতি ও তাদের দাবি পর্যালোচনায় ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায়। এরপর পৃষ্ঠা ২, সারি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাধক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপি জনসমর্থন না থাকায় বহু চেষ্টা করেও দাবি উত্থাপন বা আন্দোলন কোনটিই করতে পারেনি। এমনকি বিদেশিদের কাছে ধর্না দিয়েও সফল হয়নি। সর্বশেষ তারা একটি জোট করেছে। কিন্তু এই দল কারা? জনবিচ্ছিন্ন এবং জনগণ থেকে প্রত্যাখ্যাতদের সাথে জোট করে কোনো ফায়দা হবে না।

আগামী নির্বাচনে আগে এই ঐক্য আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জ কিনা? জানতে চাইলে হানিফ জানান, নতুন এই জোট তাদের জন্য চ্যালেঞ্জ হবে বলে মনে করেন না।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এ বিষয়ে বলেন, বিএনপি একটি দেউলিয়া দল, আরেক দেউলিয়া ড. কামালের নিজেদের কাছে আত্মসমর্পণ করে তারা বাঁচতে চায়। দেউলিয়াদের ঐক্য জাতীয় ঐক্য হতে পারে না। এটি মূলত ষড়যন্ত্রের ঐক্য। এছাড়াও, আন্তর্জাতিক মহলে লুটের টাকা দিয়ে ষড়যন্ত্র করছে। কোনো ষড়যন্ত্র ফলপ্রসূ হবে না। জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে, ইনশাল্লাহ।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, ভোটের রাজনীতিতে এই ঐক্য কোনো প্রভাব ফেলবে না। এগুলো ব্যক্তি সর্বস্ব দল। এটি কোনো জাতীয় ঐক্য নয়। ড. কামাল ও মাহমুদুর রহমান মান্না এরা আগে সব সময় জামায়াতের বিরুদ্ধে কথা বলেছেন, কিন্তু জাতীয় ঐক্যর সমাবেশে এসে তারা জামায়াত জঙ্গি গোষ্ঠির পক্ষ নিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়