শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০১৮, ০৫:৩৬ সকাল
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০১৮, ০৫:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপির শোকরানা নামাজ আদায় করা উচিত: শামীম ওসমান

ডেস্ক রিপোর্ট : সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী হাত বাড়িয়ে দেওয়ায় বিএনপি নেতাদের শোকরানা নামাজ আদায়ের অনুরোধ জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।

তিনি বলেন, বিকল্প ধারা নামে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করার অপরাধে বিএনপির হামলা থেকে সেদিন হোন্ডায় চড়ে তিনি পালাতে না পারলে আজ হয়তো বিএনপি তাকে পেত না। বিএনপি এখন সেই বদরুদ্দোজার হাত ধরে উপরে উঠে আসার চেষ্টা করছে। তাই বিএনপির উচিত বেশি বেশি শোকরানা নামাজ আদায় করা।

রবিবার জেলা আইনজীবী সমিতির অভিষেক অনুষ্ঠানে এ কথা বলেন শামীম ওসমান। এর আগে জেলা আইনজীবী সমিতির ডিজিটাল বার ভবনের উদ্বোধন করেন আইনমন্ত্রী আনিসুল হক।

শামীম ওসমান আরও বলেন, এ দেশের কিছু ‘ডক্টর-ফক্টর’ আছেন যারা স্বপ্ন দেখছেন দেশে নতুন কিছু ঘটবে। এরা দেশের মাটিতে বসে বিদেশে ষড়যন্ত্র করছেন। সরকার ও দেশের বিরুদ্ধে খেলতে চাচ্ছেন।

তাদের বিরুদ্ধে কেন মামলা হচ্ছে না- এমন প্রশ্ন রেখে শামীম ওসমান বলেন, শেখ হাসিনার নেতৃত্বে এসব ষড়যন্ত্র সমূলে উৎপাটন করা হবে। এখন আবার বি. চৌধুরী তাদের মাঝে আশার আলো জাগিয়েছেন। কিন্তু ২০১৪ সালের মতো তারা যদি জ্বালাও-পোড়াও করে, মানুষের শান্তি ও জানমালের ক্ষতির চেষ্টা করে, তবে জনগণকে নিয়েই সেই ষড়যন্ত্র রোধ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা বারের সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েলের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি ও বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-১ আসনের এমপি গোলাম দস্তগীর এমপি, নারায়ণগঞ্জ -২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু প্রমুখ।

অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সাধারণ সদস্য, শিক্ষানবিস আইনজীবীসহ জেলা আদালতের সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। তবে বিএনপিপন্থী ১১ জন আইনজীবী অনুষ্ঠান বর্জন করেন বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়