শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:০১ রাত
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতিশোধের ম্যাচে ছোট সংগ্রহ পাকিস্তানের

আক্তারুজ্জামান : এমনিতেই ম্যাচটি ঘিরে একটা প্রতিশোধ প্রতিশোধ গন্ধ বের হচ্ছিল। কিন্তু সেটা হওয়া মতো পুঁজি সংগ্রহ করতে পারেনি পাকিস্তান। এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল ক্রিকেটের চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তান। গ্রুপ পর্বে পাকিস্তানকে হারিয়ে শক্তির জানান দিয়েছিল ভারত। কিন্তু আজ পাকিস্তান জয় পাওয়া মত রান স্কোর বোর্ডে তুলতে পারেনি। নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৩৭ রান তুলেছে।

সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে দু’দলই জয় পেয়ে বেশ ঠা-া মাথায় দুবাইয়ে দ্বিতীয় ম্যাচে নেমেছিল। জয়ের জন্য ভারতকে মাত্র ২৩৮ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে। পাক বাহিনীর হয়ে সর্বোচ্চ রান করেন শোয়েব মালিক (৭৮)। এরপর দলনায়ক সরফরাজও খেলেন বড় ইনিংস (৪৪)। আসিফ আলী ও ফখর জামান করেন যথাক্রমে ৩০ ও ৩১ রান। আর শেষদিকে মোহাম্মদ নওয়াজ খেলেন ১৬ রানের ইনিংস।

ভারতের হয়ে বল হাতে এদিন বেশ ঘুর্ণি যাদু দেখান কুলদ্বীপ যাদব। ফাঁদে ফেলে প্যাভিলিয়নে ফেরান ফখর ও সরফরাজকে। যুজবেন্দ্র চাহালও তার ভেলকি কাজে লাগান। বড় ইনিংস শুরু করার আগেই ফেরান ইমামুল হককে। এরপর ফেরান ৩০ রানে ক্রিজে থাকা আসিফ আলীকেও। তাছাড়া ভারতের হয়ে আরো দুটি উইকেট নেন জসপ্রিত বুমরাহ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়